নেলপলিশ লাগানো কী ক্ষতিকর?

নেলপলিশ লাগানো কী ক্ষতিকর?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ আগষ্ট, ২০২৪

নখে নেলপালিশের ছোঁয়া দেখতে বেশ লাগে। উজ্জ্বল রঙের নেল পেন্ট থাকলে দূর থেকে তা নজর কেড়ে নেয়। নেল পেন্ট করা সারা বিশ্ব জুড়ে নিজস্বতা প্রকাশের একটি জনপ্রিয় রূপ তা সে কুচকুচে কালো রঙেরই হোক বা শরতের আকাশের মতো উজ্জ্বল নীল। কিন্তু কখনো ভেবে দেখেছেন নেল পেন্ট করা আপনার জন্য ক্ষতিকারক কিনা?
উত্তরটি একটু জটিল। ডার্মাটোলজিস্টদের মতে পুরানো নেলপলিশ, যেমন জেল নেল অথবা অ্যাক্রিলিক্স সাধারণত নিরাপদ বলে মনে করা হয়। তবে এই ধরনের নেলপলিশে রাসায়নিক থাকতে পারে যা নখের চারপাশে ত্বকে জ্বালাভাব সৃষ্টি করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জির মতো প্রতিক্রিয়াও হতে পারে। সেই কারণে, ডার্মাটোলজিস্টরা এমন নেলপলিশ ব্যবহারের পরামর্শ দিয়েছেন যাতে তিনটি রাসায়নিক অনুপস্থিত। এই তিনটি রাসায়নিক ত্বকে জ্বালাভাব সৃষ্টি করে। টলুইন, ফর্মালডিহাইড এবং ফর্মালডিহাইড রিলিজার যা আবার ভেঙে যাওয়ার সাথে সাথে ফর্মালডিহাইড নির্গত করে। তবে নেল পলিশে এই তিন রাসায়নিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফর্মালডিহাইড একটি অ্যান্টিমাইক্রোবিয়াল, প্রিজারভেটিভ এবং নেল হার্ডেনার, অন্যদিকে টলুইন নেলপলিশকে বোতলে তরল রাখতে সাহায্য করে কিন্তু নখে লাগানোর পর নেলপলিশকে দ্রুত শুকিয়ে দেয়। দুর্ভাগ্যবশত, বাজারে এমন অনেক নেলপলিশ বিক্রি হয় যেখানে বিজ্ঞপ্তিতে লেখা থাকে ফর্মালডিহাইড-মুক্ত কিন্তু পরীক্ষায় দেখা গেছে অনেক নেলপেন্টেই রাসায়নিকগুলো রয়েছে। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ফর্মালডিহাইডকে কার্সিনোজেন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু গবেষণায় শুধুমাত্র সেই ব্যক্তিদের মধ্যে রোগের যোগসূত্র পাওয়া গেছে যারা বেশি পরিমাণে রাসায়নিকের সংস্পর্শে আসে বা শ্বাস নেয়, যেমন শিল্প শ্রমিক এবং এমবাল্মার অর্থাৎ যারা মৃতদেহ নিয়ে কাজ করে। ফর্মালডিহাইড এবং অন্যান্য রাসায়নিকের সংস্পর্শে এলে নেল টেকনিশিয়ানদের মধ্যেও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। যদিও সেই ঝুঁকি নিয়ে গবেষণায় পরস্পরবিরোধী ফলাফল পাওয়া গেছে। নখে যারা খুব ঘন ঘন রঙ লাগান তাদের কীভাবে এটি প্রভাবিত করে সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।