নৌকাসমেত গিলে নিল তিমি

নৌকাসমেত গিলে নিল তিমি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ আগষ্ট, ২০২২

কায়াকের মধ্যে বসে হাম্পব্যাক তিমির মাছ শিকার দেখছিলেন দুই বন্ধু। মাছের ঝাঁককে তাড়া করতে করতে হঠাৎই ওই দু’জনের কাছে চলে আসে হাম্পব্যাক তিমিটি। মাছের ঝাঁকটি তখন ওই দু’জনের কায়াকের একেবারে নীচে চলে আসে। সেই ঝাঁককে শিকার করতে গিয়ে দুই বন্ধুকে কায়াকসমেত গিলে নেয় তিমিটি। ভয়ানক সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
হাম্পব্যাক তিমিদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার স্যান লুইস ওবিস্পো বে। দেশ-বিদেশের বহু পর্যটক এই তিমিদের দেখার জন্য আসেন। তেমনই বন্ধু ম্যাকসরলির বাড়িতে ঘুরতে এসেছিলেন লিজ কট্রিয়েল। তাঁকে এক প্রকার জোর করেই তিমিদের বিচরণক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন ম্যাকসরলি। দু’জনে বেশ তিমি মাছ শিকার দেখছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।