মানবদেহে বার্ধক্যের মূল কারণগুলোর একটি হলো কোষের শক্তি উৎপাদন কমে যাওয়া। বয়স, রোগ কিংবা কেমোথেরাপির মতো চিকিৎসার ধাক্কায় কোষের ভেতরে থাকা শক্তিকেন্দ্র মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও কার্যক্ষমতা কমে যায়। ফলে কোষ দুর্বল হয়, ক্ষয়প্রাপ্ত হয়, এবং শরীরের স্বাভাবিক কাজ ব্যাহত হতে থাকে। কিন্তু টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা এই সমস্যাটির সমাধান হেতু এক গ্রহণযোগ্য পথের নির্দেশনা দিয়েছে।
গবেষকেরা আবিষ্কার করেছেন বিশেষ ধরনের ন্যানোফ্লাওয়ার কণা। অতি ক্ষুদ্র, ফুলের মতো আকৃতির এই কণা স্টেম কোষের ভেতরে ঢুকে তাদের শক্তি বহুগুণ বাড়িয়ে তোলে। এই ন্যানোফ্লাওয়ার স্টেম সেলকে এমনভাবে উদ্দীপিত করে যে তারা স্বাভাবিকের প্রায় দ্বিগুণ মাইটোকন্ড্রিয়া তৈরি করতে থাকে। চমৎকার বিষয় হলো, এই বাড়তি মাইটোকন্ড্রিয়াগুলোকে স্টেম সেলগুলো আশপাশের দুর্বল ও ক্ষয়িষ্ণু কোষে সরবরাহ করে। অর্থাৎ শক্তিশালী কোষটি নিজের অতিরিক্ত চার্জ ভাগ করে নিচ্ছে ক্লান্ত কোষের সঙ্গে।
ফলে ক্ষতিগ্রস্ত কোষগুলো আবার শক্তি উৎপাদনে সক্ষম হয় এবং তাদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসে। এমনকি পরে কেমোথেরাপির মতো নতুন আঘাত এলেও এই পুনরুজ্জীবিত কোষগুলো অনেক বেশি সহনশীল থাকে। গবেষকদের মনে হয়েছে এ যেন পুরোনো মোবাইলে নতুন ব্যাটারি লাগিয়ে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া।
এই ন্যানোফ্লাওয়ার তৈরিতে ব্যবহৃত হয়েছে মলিবডেনাম ডাইসালফাইড নামক এক অজৈব যৌগ, যা অতি সূক্ষ্ম স্কেলে জটিল দ্বিমাত্রিক গঠন তৈরি করতে পারে। এই কণাগুলো কোষে ঢোকার পর দীর্ঘদিন সক্রিয় থাকে, ফলে মাইটোকন্ড্রিয়া উৎপাদনও দীর্ঘমেয়াদে বাড়াতে সক্ষম হয়। অন্য যেসব চিকিৎসায় ছোট অণুর ওষুধ ব্যবহৃত হয়, সেগুলো দ্রুত কোষ থেকে বেরিয়ে যায়, তাই বারবার চিকিৎসার প্রয়োজন পড়ে। কিন্তু ন্যানোফ্লাওয়ার-ভিত্তিক থেরাপি মাসে একবার দিলেই কাজ চালিয়ে নেওয়া সম্ভব হতে পারে—এটি চিকিৎসাবিজ্ঞানে বড় সুবিধা।
সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো—এ প্রযুক্তি হৃদপেশি, স্নায়ু, পেশি কিংবা অন্য যে কোনো ক্ষয়প্রাপ্ত টিস্যুতেই ব্যবহারযোগ্য হতে পারে। বার্ধক্যজনিত দুর্বলতা, স্নায়ুক্ষয়, হৃদরোগ প্রভৃতি বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন পথের দিশা দেখাতে চলেছে এই ন্যানোফ্লাওয়ার-চালিত কোষ-রিচার্জিং পদ্ধতি।
গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে হলেও বার্তা স্পষ্ট—কোষের ভেতরের শক্তি-বিনিময়ের স্বাভাবিক ব্যবস্থাকে বাড়িয়ে দিয়ে বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি সেই লড়াইয়ের দিকেই এক মস্ত পদক্ষেপ।
সূত্র: Nanoflowers supercharge stem cells to recharge aging cells Nanoflower-enhanced stem cells may offer a powerful new way to recharge aging or damaged tissues by sharing their surplus cellular energy by Texas A&M University, 27th November,2025.
