নয়া আবিষ্কারে আধুনিক মানুষের বয়স বাড়ল

নয়া আবিষ্কারে আধুনিক মানুষের বয়স বাড়ল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ জানুয়ারী, ২০২২

এত বছর ধরে প্রত্নতাত্বিকদের গবেষণা জানিয়েছিল আধুনিক মানুষের উৎপত্তি ২ লক্ষ বছর আগে। হোমো স্যাপিয়েন্সদের নিদর্শন দেখেই প্রত্নতাত্বিকরা ও বিজ্ঞানীরা সেটা বিশ্বাস করছিলেন। কিন্তু সেই বিশ্বাস আবার ভেঙে দিলেন গবেষকদের একাংশ। তাদের মতে, আধুনিক মানুষের উৎপত্তির ইতিহাস ২ লক্ষ বছর নয়, ২ লক্ষ ৩০ হাজার বছর। গত শতাব্দীর শেষে ৬-এর দশকের শেষে ইথিপিওয়ায় আবিষ্কৃত হয়েছিল ওই ২ লক্ষ ৩০ হাজার বছরের পুরনো ওই ফসিল। ফসিলের নাম দেওয়া হয়েছিল ওমো। ফসিলের চারপাশে লাভার যে ছাইয়ের যে স্তরের আস্তরণের সন্ধান মিলেছিল তার প্রাচীনত্ব খুঁজতে রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল। নেচার পত্রিকায় প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা থেকে জানা গিয়েছে ওই অঞ্চলে অগ্ন্যুৎপাত হয়েছিল আরও ৩০ হাজার বছর আগে এবং সেখান থেকেই পাওয়া গিয়েছে ওমো নামের দেহাবশেষটি।