পথ হারিয়ে গঙ্গায় ইউরোপের কমন পোচার্ড

পথ হারিয়ে গঙ্গায় ইউরোপের কমন পোচার্ড

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মে, ২০২২

পথ হারিয়ে কলকাতার গঙ্গায় চলে এসেছে এক অজানা প্রজাতির পাখি। নাম কমন পোচার্ড। বাংলায় এই হাঁসকে বলা হয় ভূতি হাঁস। হাওড়ায় রেল মিউজিয়ামের কাছে গঙ্গায় এই হাঁসকে ভেসে বেড়াতে দেখেছিলেন এক নাগরিক। গত তিন চার দিন আগে। হাঁসটি শুধুই ভেসে বেড়াচ্ছিল, কেউ কিছু খাবার দিলেও সে খাচ্ছিল না। কিন্তু সেই নাগরিক কয়েকজনকে দেখেন হাঁসটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করতে। তখনই হাঁসটির নিরাপত্তা নিশ্চিত করতে সেই ব্যক্তি হাওড়ার জেলাশাসক ও জেলার বনদফতর বিভাগের অফিসারকে। আপাতত হাঁসটির নিরাপত্তা সুনিশ্চিত করে তাকে বন দফতরের কর্মীদের নজরদারিতেই রাখা হয়েছে। বন দফতরের তরফে বলা হয়েছে, সাধারণত শীতকালে এই প্রজাতির হাঁস দেখা যায় পশ্চিম ও উত্তর ইউরোপে। মূলত শীত উপভোগ করতে ভালবাসে এরা। তবে এরা মাইগ্রেটরি। এদের বলা হয় ‘ডাইভিং ডাক’। এরা সমুদ্রের জলের নীচে চলে যায় প্রায়শই। জলজ উদ্ভিদ, পোকামাকড় খাওয়ার জন্য। হাঁসটিকে দেখে বনদফতরের কর্মীরা বলছেন এটা মহিলা কমন পোচার্ড। যে কারণে ঘাড় ও মাথার রং খয়েরি।