পনেরো বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ধ্বংস শুরু হবে

পনেরো বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ধ্বংস শুরু হবে

বাছাই করা খবর- ২০২৩
Posted on ২৯ ডিসেম্বর, ২০২৩

২২ শে জুনের নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে, পৃথিবীর বাস্তুতন্ত্র খুব শীঘ্র ভেঙে পড়তে চলেছে। বলা হচ্ছে, আগে যা ভাবা হয়েছিল তার আগেই পৃথিবীর এক পঞ্চমাংশ বাস্তুতন্ত্র tipping point বা ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে আছে, ২০৩৮ সালের মধ্যেই আর্কটিক পারমাফ্রস্ট গলে যেতে পারে, গ্রিনল্যান্ডের বরফের পাত ভেঙে পড়তে পারে এবং আমাজনের ঘন রেইনফরেস্ট, তৃণভূমি বা সাভানায় রূপান্তরিত হতে পারে। আবহাওয়া বিজ্ঞানে tipping point বলতে বোঝানো হয় এটা এমন একটা সীমা যার বাইরে গেলে ওই স্থানের জলবায়ুর যে পরিবর্তন আসবে তার আর পরিবর্তন হবে না। ধরা যাক, গ্রিনল্যান্ডের বরফের পাত ভেঙে পড়ল , এর প্রভাবে ওই দ্বীপের উত্তর অংশে তুষারপাত কমে যাবে, ফলে বরফ পাত আর পুর্ননিমিত হবে না।
ইউরোপের ব্যাঙ্গর ইউনিভার্সিটির অধ্যাপক সাইমন উইলকক এই গবেষণার সহলেখক জানিয়েছেন, জলবায়ুর ওপর চাপ ও ক্ষতিকারক কার্যকলাপ দ্রুত এই পরিবর্তনগুলো ত্বরান্বিত করছে, আর তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি -র সম্পর্ক নিয়ে যতটা চর্চা হয়, tipping point নিয়ে ততটা চর্চা এখনও হয়নি। কম্পিঊটারে মডেলিং করে দেখা হয় তাপমাত্রার বৃদ্ধি ও অন্যান্য পরিবেশগত চাপ একটা বাস্তুতন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে, তাকে ভেঙে পড়ার বা tipping point মুখে দাঁড় করায়। কিন্তু এক্ষেত্রে কী কী প্রভাবক দেখা হচ্ছে, তা বেশ গুরুত্বপূর্ণ, এখানে অনেক কটা প্রভাবক, একটা প্রভাবক বা অন্যন্য বিভিন্ন শর্তের নিরিখে, এক একটা প্রোগ্রাম ৭০,০০০ বার চালিয়ে দেখে গেছে বেশিরভাগ বাস্তুতন্ত্রের ধ্বংস অনেক ত্বরান্বিত হয়ে আমাদের বর্তমান সময়ের কাছে এগিয়ে আসছে। এখানে বিভিন্ন বাস্তুতন্ত্রের ধ্বংসের ক্ষেত্রে প্রধান প্রভাবক যদি একই অবস্থানেও থাকে কিন্তু অন্যান্য প্রভাবক তার ভেঙে পড়ার সময় ২৩- ৬২ বছর অবধি এগিয়ে আনছে।