পম্পেইয়ের দুই নিহতের ডিএনএ পরীক্ষা হল!

পম্পেইয়ের দুই নিহতের ডিএনএ পরীক্ষা হল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ জুন, ২০২২

বিশ্ব হেরিটেজ সংস্থার তালিকাভূক্ত ইতালির চারটি ধ্বংসাবশেষের অন্যতম পম্পেই। ৭৯ এডি-তে মাউন্ট ভিসুভিয়াসের ভয়ঙ্কর অগ্ন্যুতপাত, শুরু হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে পম্পেই শহরের ভস্মীভূত হয়ে যাওয়ার কথা আজ সর্বজনবিদিত। এ-ও জানা গিয়েছিল যে, একটা ঘরে থাকা ২০০ জনের পুড়ে মরতেও সময় লাগেনি। ১৯৩৩-তে পম্পেই ধ্বংসলীলার ইতিহাসে মাত্রা যোগ করলেন পম্পেইয়ের প্রত্নতাত্ত্বিরা। একটি কারিগরের বাড়িতে দুই অসুস্থ মানুষের কঙ্কাল আবিষ্কার করলেন। সম্প্রতি সেই দুই মানুষের ডিএনএ পরীক্ষা করলেন প্রত্নতাত্ত্বিকরা। পম্পেইয়ে নিহতদের মধ্যে প্রথম দু’জন তারা। ডেনমার্কের কোপেনহাগেনের লান্ডবেক জিওজেনেটিক্সের অধ্যাপক গ্যাব্রিয়েল স্কোরানো এই মিশনের নেতৃত্বে ছিলেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্টিফিক রিপোর্ট নামের আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায়। স্কোরানোর সঙ্গে থাকা অ্যানথ্রোপলজিস্ট সেরেনা ভিভা জানিয়েছেন দুটি কঙ্কালের অবস্থান দেখে তার মনে হয়েছে মানুষ দু’জন ঘর থেকে পালানোর চেষ্টা করেও পারেনি। তারা হয়তো অসুস্থ ছিল।