পরিবেশবান্ধব ফড়িং টারবাইন

পরিবেশবান্ধব ফড়িং টারবাইন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২৫
পরিবেশবান্ধব

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সাম্প্রতিক কালে এক দুর্দান্ত পরিবর্তন ঘটে গেছে। আর এর পেছনে রয়েছে রেনজো পিয়ানো ও এনেল গ্রীন পাওয়ার-এর অসাধারণ উদ্যোগ। তাদের নতুন উদ্ভাবন, ড্রাগনফ্লাই টারবাইন, বায়ুশক্তি ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে। ফড়িংয়ের চলাফেরার অনুপ্রেরণায় তৈরি এই টারবাইন, নকশা ও কার্যকারিতার দুর্দান্ত সমন্বয় ঘটিয়েছে।এই আবিষ্কারটি শহুরে পরিবেশে কীভাবে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ বদলে দিতে পারে সে বিষয়ে বিজ্ঞানীরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন। ড্রাগনফ্লাই টারবাইন এক নতুন ধরনের বায়ু টারবাইন, যা বিখ্যাত স্থপতি রেনজো পিয়ানো তৈরি করেছেন। এটিতে সাধারণ বায়ু টারবাইনের মতো বিশাল তিনটি ব্লেডের পরিবর্তে দুটি ছোট ছোট পাখা ব্যবহার করা হয়, যা বন্ধ থাকলে সহজেই পরিবেশের সাথে মিশে যায়।এই টারবাইনে পলিকার্বনেট ও কার্বন ফাইবার প্রভৃতি হালকা ও শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয়, তাই সেকেন্ডে মাত্র ২ মিটার গতির বাতাসেও এটি কাজ করতে পারে। এর ফলে কম শব্দ হয় এবং হালকা বাতাসেও বিদ্যুৎ উৎপন্ন সম্ভব হয়।এটি ফড়িঙের ওড়ার কৌশল অনুসরণ করে তৈরি হওয়ায় বাতাস ধরার কাজে আরও দক্ষ ও স্থিতিশীল । ছোট আকৃতি ও সুন্দর নকশার কারণে এটি শহরেও সহজে বসানো যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে না।ড্রাগনফ্লাই টারবাইন চওড়ায় ১৬ মিটার হলেও এর খুঁটি খুবই পাতলা। চওড়ায় ৩৫ সেন্টিমিটার আর উচ্চতা মাত্র ২০ মিটার।এটির নকশা এমনভাবে তৈরি যাতে কম জায়গা লাগে এবং আশপাশের সৌন্দর্য নষ্ট না করে। তাই শহরের ছোট জায়গায় স্থান সংকুলান বা সৌন্দর্য বিধানের জন্য এটি আদর্শ।সাধারণ টারবাইনের মতো বিশাল ও চোখে লাগার মতো না হওয়ায়, এটি প্রকৃতি ও শহরের পরিবেশের সাথে সামঞ্জস্য তৈরি করে । পরীক্ষায় দেখা গেছে, এটি দুই মাস ধরে টানা ১২৪১.০২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। অর্থাৎ এটি বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাড়ি বা ছোট ব্যবসার উপযোগী। ড্রাগনফ্লাই টারবাইন ইতালির জ্বালানির বাজারে বড় পরিবর্তন আনতে চলেছে। এটি বেশি পরিমাণে উৎপাদন করার পরিকল্পনা চলছে।এই প্রযুক্তি জনবহুল এলাকায় নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটাতে সাহায্য করবে এবং বাতাসের অনিয়মিত প্রবাহজনিত সমস্যা কমাবে। এই উদ্যোগ ইতালির নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং এই নতুন প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করবে।ড্রাগনফ্লাই টারবাইন শহরের বিদ্যুৎ সমস্যার সমাধান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা নবায়নযোগ্য জ্বালানিকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলবে।ড্রাগনফ্লাই টারবাইন শুধু প্রযুক্তির এক বিস্ময় নয়, এটি শহরের টেকসই উন্নয়নের জন্য এক আশার আলো। প্রশ্ন হল বিশ্বের অন্যান্য শহর এই নতুন প্রযুক্তি গ্রহণ করে আরও পরিবেশবান্ধব হতে পারবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =