পরিবেশ রক্ষকরাই ভক্ষক উত্তর প্রদেশে!

পরিবেশ রক্ষকরাই ভক্ষক উত্তর প্রদেশে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মে, ২০২২

উত্তর প্রদেশে পরিবেশ রক্ষা করার জন্য রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছে। তার নাম স্টেট এনভায়র্নমেন্ট ইমপ্যাক্ট আসেসমেন্ট অথরিটি। যার পোশাকি নাম এসইআইএএ। অনেকবছর ধরে এই কমিটির কাজ রাজ্যের পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো। কিন্তু সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (এনজিটি) আধিকারিকরা উত্তর প্রদেশে পরিবেশ দূষণের মূল্যায়ন করতে গিয়ে দেখেছেন সর্ষের মধ্যেই ভূত! পরিবেশের রক্ষকরাই ভক্ষক হয়ে উঠেছে। তাদের পাওয়া পরিসংখ্যান জানাচ্ছে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত রাজ্যে শিল্প সম্পর্কিত প্রকল্পে এনভায়র্নমেন্ট ক্লিয়ারেন্সের জন্য করা আবেদনের সংখ্যা ২১০৫। তার মধ্যে এনভায়র্নমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গিয়েছে ১৪৮৬টি প্রকল্পে। আশ্চর্যের বিষয়, এই ১৪৮৬টি প্রকল্পের অধিকাংশই মাইনিং প্রকল্প! পরিবেশ দূষণে যে কাজ অগ্রগণ্য ভূমিকা নেয়। আবেদনকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাড়ি, হাই-রাইজ নির্মাতারা। পরিবেশ দূষণে এদের ভূমিকাও উল্লেখযোগ্য। এনজিটি-র আধিকারিকদের প্রশ্ন, এত মাইনিং সংস্থা কীভাবে এনভায়র্নমেন্ট ক্লিয়ারেন্স পেতে পারে। এনজিটি-র অভিযোগ, পরিবেশ দূষণ নিয়ে উত্তর প্রদেশে কারও মাথাব্যাথা নেই। সেভিয়ার পার্ক অ্যাপার্টমেন্ট নামে এক বিশাল কমপ্লেক্স তৈরি হয়েছে কোনও এনভায়র্নমেন্ট ক্লিয়ারেন্স ছাড়াই। সেই নিয়ে মামলাও চলছে। রাজ্যের তৈরি করা পরিবেশ রক্ষা কমিটিই যদি দূরনীতিগ্রস্ত হয়ে যায় তাহলে উত্তর প্রদেশের পরিবেশ দূষণ কে আটকাবে!