পরিবেশ রক্ষার্থে ব্যর্থ ভারত: রিপোর্ট

পরিবেশ রক্ষার্থে ব্যর্থ ভারত: রিপোর্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুন, ২০২২

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভার্য়নমেন্ট। সংক্ষেপে সিএসই। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় চলা একটি সংস্থা। ২০১৯-২০-র রিপোর্টে তারা জানিয়ে দিয়েছে পরিবেশ রক্ষার্থে ব্যর্থ দেশ। এটা দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতা। রিপোর্টে দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সিএসই জানিয়েছে ২০১৯-২০ সালে ভারতে পরিবেশের রক্ষা কিছুই করা যায়নি। দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনিক অবহেলার ফলেই ভারতের পারফরম্যান্স এত খারাপ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবের বিবৃতি ছিল তারা নাকি ১৫০ গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্যে পৌঁছেছেন। কিন্তু সিএসই-র রিপোর্ট জানাচ্ছে ২০২২-এ ভারতে মাত্র ১০ গিগাওয়াট রিনিউয়েবল বায়োমাস এনার্জি উৎপন্ন করা সম্ভব হয়েছে! পরিবেশের উন্নয়ন মূল্যায়নে যে প্যারামিটারগুলো সিএসই রেখেছিল সেগুলো হল, আবহাওয়ার চরম পরিবর্তনে কত মানুষ প্রাণ হারিয়েছেন, দূষণে কতজনের প্রাণ গিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা কতটা করতে পারা গিয়েছে, মোট কত পরিমাণ রিনিউয়েবল এনার্জি উৎপাদনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। ২০২২-এর রিপোর্ট জানিয়েছে প্রত্যেকটি প্যারামিটারে স্কোর খুব কম। আরও এক গুরুত্বপূর্ণ তথ্য এই রিপোর্ট প্রকাশ করেছে। দেশের ৭৪ শতাংশ নদী, যেখানে মনিটরিং স্টেশন তৈরি করা হয়েছিল, ভরে গিয়েছে দূষণের চরম উপাদানগুলোয়। ১৯৯০ থেকে ২০১৮-র মধ্যে ভারতের ৬৯০৭ কিলোমিটার বিস্তৃতির সমুদ্র উপকূল অঞ্চলে উল্লেখযোগ্যভাবে ভূমিক্ষয় হয়েছে। কারণ, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়া।