পরীক্ষাগারের প্রাণীদের জন্যে কি সুখবর?

পরীক্ষাগারের প্রাণীদের জন্যে কি সুখবর?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ জুন, ২০২৩

ইঁদুর, গিনিপিগের মতো প্রাণীদের নিয়ে গবেষণাগারে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চলে। এই রেওয়াজ প্রাণীবিজ্ঞানের পথচলার দিনগুলো থেকে শুরু হয়েছিল। গত শতাব্দীতে এইসব নিরীহ প্রাণীদের স্বার্থে আওয়াজ তুলেছেন অনেকেই। কিন্তু পরীক্ষাগারে ইদানীং মানবদেহের অঙ্গের মডেল নিয়ে গবেষণার চল শুরু হয়েছে। তাই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারে ইঁদুর বা গিনিপিগের দল।
সদ্যই অস্ট্রেলিয়াতে একাধিক দেশের বিজ্ঞানীরা মিলে মানুষের দেহের কোষকলা দিয়েই একাধিক কৃত্রিম অঙ্গ তৈরি করেছেন। মানব শরীরের প্রকৃত অঙ্গের মতোই আচরণ করবে এই নকলগুলো।
সিডনি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া আর চীনদেশের বিজ্ঞানীরা নতুন ব্যবস্থা নিয়ে যথেষ্ট আশাবাদী। এই ত্রিমাত্রিক অঙ্গের প্রচলন হলে ওষুধপত্রের গবেষণায় সময় কম লাগবে। নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনেও সুবিধে হবে।
সিডনি ফার্মেসি স্কুলের অধ্যাপক ওজসিয়েচ শেরজানোস্কি নতুন গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলছেন, মানুষের ফুসফুসের দুটো মডেল তৈরি করা হয়েছে; ওষুধের ক্লিনিকাল ট্রায়ালের প্রথম দশার জন্যে একটা, অন্যটা একটা সম্পূর্ণ সুস্থ মডেল।