পশুপাখির সংস্পর্শে না এসেও ব্যক্তি বার্ড-ফ্লুতে আক্রান্ত

পশুপাখির সংস্পর্শে না এসেও ব্যক্তি বার্ড-ফ্লুতে আক্রান্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বার্ড ফ্লুতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। কিন্তু কীভাবে তার এই রোগ হল, তা এখনও জনস্বাস্থ্য আধিকারিকদের অজানা। এই নিয়ে সেখানে ১৪ জন ব্যক্তি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে জানানো হয়েছে, শেষ ব্যক্তি কোনো পশুর সংস্পর্শে না এসেও কীভাবে আক্রান্ত হলেন তা বোঝা যাচ্ছেনা। বাকি যারা আক্রান্ত হয়েছেন, তারা পোল্ট্রি বা ডেয়ারি ফার্মের কর্মী, যারা অসুস্থ পশুর সংস্পর্শে এসেছিলেন।
২২শে আগস্ট, মিসৌরি রাজ্যের হাসপাতালে এই নতুন রোগীর এভিয়ান ভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক হয়। প্রাথমিকভাবে, রোগীর ইনফ্লুয়েঞ্জা A-এর পরীক্ষা ইতিবাচক এসেছিল, কিন্তু তা কোনো পরিচিত মানব উপপ্রকারের সাথে মেলেনি। পরে আরও পরীক্ষায় জানা যায় এই রোগী এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ভুগছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়ার কিছু অংশ এবং অ্যান্টার্কটিক জুড়ে বন্য এবং গৃহপালিত পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। এই ব্যক্তি নিজের অজ্ঞাতসারে কোনো পশুর সংস্পর্শে আসতেও পারেন। সিডিসির আধিকারিকরা এই সাম্প্রতিক কেসের ভাইরাল জিনোম সিকোয়েন্স করছেন যাতে প্যাথোজেন কোথা থেকে এসেছে এবং কীভাবে এটা অভিযোজিত হয়ে আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীকে সংক্রামিত করতে পারে তা বোঝা যায়। সাধারণ জনগণের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম বলে জানিয়েছেন মিসৌরি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সিনিয়র সার্ভিস। তবে এই রোগীর বেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিশেষে উদ্বেগজনক বলে তারা জানিয়েছেন। এই লক্ষণগুলো ভাইরাসের জন্য নাকি তার আগে থেকেই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তা এখনও জানা যায়নি। ভাইরাস পরিবর্তিত হয়ে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের দল সতর্কতার সাথে মানুষের মধ্যে এভিয়ান ফ্লু-এর তীব্রতা বৃদ্ধির দিকে নজর রাখছেন। তারা জানিয়েছেন, পশু খামার বা মুরগির সংস্পর্শে আসেন নি এমন ব্যক্তিদের মধ্যে লক্ষণ ও উপসর্গ বিকাশ করলে তা অত্যন্ত উদ্বেগজনক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =