পাওয়া গেল বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান

পাওয়া গেল বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ আগষ্ট, ২০২২

বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এটি খালি চোখে দেখা যায় এবং এক জোড়া চিমটা দিয়ে তুলে নেওয়া যায়। গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটা বলেছেন বিজ্ঞানীরা। খবর এএফপির। ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে থিওমারগারিতা ম্যাগনিফিকা প্রজাতির এ ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এর দৈর্ঘ্য ২ সেন্টিমিটার, যা অন্য অনেক ব্যাকটেরিয়ার তুলনায় প্রায় ৫ হাজার গুণ বড়।  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সন্ধান পাওয়া এ ব্যাকটেরিয়ার আকার মানুষের চোখের পাপড়ির সমান। ফ্রান্সের আন্তিলেস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণা প্রতিবেদনটির কো-অথর অলিভিয়ার গ্রস এএফপিকে বলেন, ‘এ আবিষ্কারের মধ্য দিয়ে অণুজীববিজ্ঞান অনেক সমৃদ্ধ হবে।’ ক্যারিবীয় দ্বীপ শহর পয়েন্তে অ্যা পিত্রেতে অলিভিয়ার গ্রসের পরীক্ষাগারে একটি টেস্ট টিউবের ভেতর নমুনা রেখে দেওয়া হয়েছে, যা দেখতে চোখের পাপড়ির মতো।