গাছ বাঁচাও, প্রকৃতি বাঁচাও-এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞানীদের সাম্প্রতিক কাজ এই আন্দোলনকে আগামীদিনে আরও শক্তিশালী করে তুলতে পারে। কী করেছেন তারা? একটি পাতাকে রূপান্তরিত করেছেন উদ্ভিদে! আরাবিদোপিস থালিয়ানা একটি উদ্ভিদের নাম। সেই উদ্ভিদের মধ্যে রয়েছে দু’টি জিন পরিবার। সেখান থেকেই বিজ্ঞানীরা পাতাকে রূপান্তরিত করছেন উদ্ভিদে। এই গবেষণায় বিশেষ প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে। গবেষকদের মতে ওই বিশেষ উদ্ভিদটির পাতা ৩০ দিনে পরিণত আকার ধারণ করে, আর দু’মাসের মধ্যে বিবর্ণ হয়ে যায়। কিন্তু বিশেষ প্রযুক্তি ব্যবহার করার পর দেখা গিয়েছে, ওই পাতাটি পরিণত হতে সময় লাগছে প্রায় ১৭৫ দিন এবং তারপরে বহু মাস পর সেইও পাতা নষ্ট হয়নি। বিজ্ঞানীরা বলছেন, ওই বিশেষ প্রযুক্তির সহায়তায় আগামীদিনে এই উদ্ভিদের প্রসার ঘটানো সম্ভব এবং সবুজেরও বৃদ্ধি সম্ভব।