বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ নভেম্বর, ২০২১
একটা হাতে লেখা পান্ডুলিপির দাম কিনি প্রায় ১০০ কোটি টাকা! হবেই বা কেন, এ তো যে সে পান্ডুলিপি নয়! এটা বিখ্যাত মানুষের বিখ্যাত এক আবিষ্কারের পান্ডুলিপি যে!
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের একেবারে গোড়ার দিককার হাতে লেখা পাণ্ডুলিপিটি তাঁর এক অকৃত্রিম বন্ধুর জন্য। বেঁচে গিয়েছিল। ১০৮ বছর আগের ঘটনা। পাণ্ডুলিপিই ছিল আইনস্টাইনের সাড়াজাগানো সাধারণ আপেক্ষিকতাবাদের উৎস।
আইনস্টাইনের সেই হাতে লেখা বিরল পাণ্ডুলিপি বিকোল প্যারিসে ক্রিস্টিজ-এর নিলামে। রেকর্ড মূল্যে। এক কোটি ৩০ লক্ষ ডলারে। ভারতীয় মুদ্রায় ৯৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার টাকায়।