পারকিনসন্সে আক্রান্তদের জন্য এক অদ্ভুত দস্তানা রোগীদের জীবন পরিবর্তন করছে

পারকিনসন্সে আক্রান্তদের জন্য এক অদ্ভুত দস্তানা রোগীদের জীবন পরিবর্তন করছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জানুয়ারী, ২০২৪

রবার্টা উইলসন-গ্যারেট তার ডান হাতে পরা গ্লাভ বা দস্তানার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলেন। আগে পার্কিনসন্স রোগের কারণে তিনি হাতটা স্থির করতে পারতেন না। পার্কিনসন্সের কারণে অনবরত কম্পন তার পেশি নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। অন্যরা যা অনায়সে করে তিনি তা করতে পারতেন না, যেমন কলম ধরে লেখা বা কফির কাপ থেকে কফি না ফেলে তা ঠিকভাবে রাখা অথবা জামাকাপড় পরা। লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন জাইরোগ্লাভকে কারণ এই দস্তানা তার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এই জাইরোগ্লাভ কম্পন বন্ধ করে। প্রতিষ্ঠাতা ডঃ ফাই ওং এর মতে চিনের প্রযুক্তি গ্রুপ ফক্সকনের সহায়তায় জাইরোগিয়ার বিশ্বের সবচেয়ে উন্নত হ্যান্ড স্টেবিলাইজার তৈরি করেছে। জাইরোগ্লাভের চাবিকাঠি হল তার সংযুক্ত জাইরোস্কোপটি যা অনেকটা একটি হকি খেলায় ব্যবহৃত চাকতি বা হকি পাকের আকারের কিন্তু এর ভিতরে একটি ডিস্ক রয়েছে যা জেট ইঞ্জিন টারবাইনের চেয়ে দ্রুত ঘোরে। এটি এক মিনিটে প্রায় ২০০০০ বার ঘোরে- একটি জেট টারবাইনের চেয়েও দ্রুত। পরিধানযোগ্য কম্পন নিরপেক্ষ এই ব্যবস্থা পার্কিনসন্স রোগীদের আঙুল এবং কব্জির জন্য তৈরি করা হয়েছে। এই প্রযুক্তি রোগীদের হাতে কম্পন কমাতে জাইরোস্কোপিক প্রভাবের ধারণা ব্যবহার করে। যান্ত্রিক জাইরোস্কোপ-ভিত্তিক মডেলটি একটি উচ্চ-গতির ঘূর্ণায়মান ব্রাস ডিস্ক ব্যবহার করে যা হাতের কাঁপুনিকে প্রশমিত করতে একটি জাইরোস্কোপিক প্রভাব তৈরি করে। ওং বলেন,এই দস্তানাটি একই কারখানায় তৈরি করা হয় যেখানে ম্যাকবুক প্রো তৈরি হয়। তাদের পরিকল্পনা হল ভবিষ্যতে গ্লাভের জাইরোস্কোপটিকে আকারে ছোটো করা। তাদের লক্ষ্য হল রোগ থেকে ফোকাস সরিয়ে মানুষের জীবনের কথা ভেবে এগিয়ে যওয়া। প্রযুক্তির এটাই করা উচিত; মানুষের জীবনকে আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করা।