পারকিনসন চিকিৎসা ও ডোপামিন গবেষণা

পারকিনসন চিকিৎসা ও ডোপামিন গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ডিসেম্বর, ২০২৫

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা ডোপামিন আর শরীরের নড়াচড়ার সম্পর্ককে আলাদা দৃষ্টিতে দেখাচ্ছে। পারকিনসন কিভাবে হয় আর তার ওষুধ কেন কাজ করে, সে সম্পর্কে নতুন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। আগে অনেকেই ভেবেছিলেন ডোপামিনই নির্ধারণ করে যে কেউ কত দ্রুত বা কত জোরে নড়বে। কিন্তু এই গবেষণা বলছে, ডোপামিন সরাসরি নড়াচড়ার গতি বা শক্তি ঠিক করে না। ডোপামিনের কাজ আরও মৌলিক। এটি এমন একটা পরিবেশ গড়ে তোলে যাতে নড়াচড়া করা সম্ভব হয়। প্রধান গবেষক নিকোলা ত্রিশ বলছেন, ডোপামিনকে এক্ষেত্রে গাড়ির “গ্যাস প্যাডেল” না ভেবে “ইঞ্জিন অয়েল” ভাবাই ঠিক হবে। গাড়ি চলাতে ইঞ্জিন অয়েল লাগে। কিন্তু সেটা গাড়ির গতি ঠিক করে না। ঠিক তেমনভাবেই, ডোপামিন না থাকলে প্রতিটি নড়াচড়ার গতি বা শক্তি নির্ধারণ করা যায় না। ডোপামিন চলাচলের শক্তি ও দ্রুততার সঙ্গে জড়িত, যা বিজ্ঞানীরা বলেন “মোটর ভিগর”। পারকিনসন রোগে মস্তিষ্কের যে কোষগুলো ডোপামিন তৈরি করে, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়। ফলে রোগীরা ধীরগতিতে হাঁটে, হাত-পা কাঁপে এবং ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়ে। পারকিনসন রোগে সবচেয়ে প্রচলিত ওষুধ লেভোডোপা। এটি মস্তিষ্কে ডোপামিন বাড়িয়ে রোগীর নড়াচড়া একটু স্বাভাবিক করে। তবু দীর্ঘদিন বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি কেন ওষুধটি এত কার্যকর। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা যায় নড়াচড়ার সময় ডোপামিন হঠাৎ করে অল্প ক্ষণের জন্য বাড়ে আর নড়াচড়া নিয়ন্ত্রণ করে। এই গবেষণায় সেই ধারণাটারই সত্যাসত্য পরীক্ষা করা হয়। গবেষকরা ইঁদুরের উপর পরীক্ষাটি চালান। ইঁদুরগুলো একটি ভারী লিভারে চাপ দেওয়া মাত্রই আলোর সাহায্যে বিজ্ঞানীরা ডোপামিন উৎপাদনকারী কোষ চালু বা বন্ধ করেন। ডোপামিনের হঠাৎ বৃদ্ধি যদি নড়াচড়ার গতি বা শক্তি ঠিক করে, তাহলে সেই সময় ডোপামিন বদলালে নড়াচড়ার ধরনও বদলে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। এর অর্থ হলো, পারকিনসন চিকিৎসায় হয়তো সবচেয়ে জরুরি বিষয় হলো ডোপামিনকে একটি স্থিতিশীল, স্বাভাবিক মাত্রায় রাখা। কানাডায় বর্তমানে এক লক্ষের বেশি মানুষ পারকিনসন রোগে আক্রান্ত, এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। গবেষকদের মতে, এই সহজ বোঝাপড়া ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর চিকিৎসা তৈরি করতে সাহায্য করবে। ডোপামিনের হঠাৎ সংকেত ধরার বদলে, সার্বিক ডোপামিনের ভারসাম্য বজায় রাখাই হতে পারে পারকিনসন চিকিৎসার মূল চাবিকাঠি।

 

সূত্র : Subsecond dopamine fluctuations do not specify the vigor of ongoing actions. Nature Neuroscience, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =