পাহাড়ে আতঙ্ক আফ্রিকার পোকার

পাহাড়ে আতঙ্ক আফ্রিকার পোকার

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১১ জুলাই, ২০২২

বিশেষ এক ধরনের পোকার কামড়ে আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ে। সিকিম, দার্জিলিং এ এই পোকার আক্রমণ হঠাৎ বেড়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও প্রায় শতাধিক পড়ুয়া আক্রান্ত। আবাসিক ছাত্রদের কথায়, গত দু সপ্তাহে এই পোকার আক্রমণ বেড়েছে হঠাৎ। পোকাটির নাম নাইবেরি ফ্লাই বা ড্রাগন মাছি। এদের আদি নিবাস আফ্রিকা। সাধারণত স্যাঁতসেঁতে পরিবেশই এদের স্বাভাবিক আবাসস্থল। আর সে কারণেই বর্ষায় এই পোকার প্রাদুর্ভাব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফ্লুরোসেন্ট আলোতেও আকৃষ্ট হয় নাইবেরি ফ্লাই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্ররা যেমন জানিয়েছেন, পোকাটি মূলত সন্ধের পরেই আক্রমণ করছে। কালো ও কমলা রঙের এই পোকাটিকে কিং অফ পেইন বা ব্যাথার রাজাও বলা হয়ে থাকে। কেননা এই পোকার আক্রমণে আহত স্থানে মারাত্মক ব্যাথা হয়। পোকাটির শরীরে থাকে পিডেরিন নামক একপ্রকার বিষাক্ত পদার্থ। যা মানুষের ত্বক ও কোষের পক্ষে ক্ষতিকারক। পোকার কামড়ে অ্যাসিডে পোড়ার মতো পুড়ে যায় আহত স্থান। আপাতত পোকার আক্রমণ প্রতিহত করার দিকেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।