পিঁপড়ের চেহারা পান্ডার মতো

পিঁপড়ের চেহারা পান্ডার মতো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌। ২৭ জুন
Posted on ২৭ জুন, ২০২২

পান্ডা অ্যান্ট’-এর নাম শুনে মনে হচ্ছে বিশালাকৃতির পিঁপড়ে। কিন্তু আদতে তা নয়। পান্ডার গায়ে যেমন সাদা-কালো ছাপ রয়েছে, ঠিক সে রকমই ছাপ দেখা যায় পিঁপড়ের শরীরে।
এই পিঁপড়ের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে একে ‘গরু নিধনকারী’ বা ‘কাউ কিলার’-ও বলা হয়। মেক্সিকো, আমেরিকা, চিলির বিভিন্ন প্রান্তে ‘পান্ডা অ্যান্ট’ দেখা যায়।