পিলার্স অফ ক্রিয়েশন বা সৃষ্টিস্তম্ভ

পিলার্স অফ ক্রিয়েশন বা সৃষ্টিস্তম্ভ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ অক্টোবর, ২০২২

আবার এক অতুলনীয় ছবি আমাদের সামনে হাজির করল নাসার শক্তিশালী স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব। ছবির ল্যান্ডস্কেপটাকে ‘পিলার্স অফ ক্রিয়েশন’ বা ‘সৃষ্টির স্তম্ভ’ বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বস্তুটা ঠিক কী? এটি আসলে নক্ষত্রপুঞ্জের ধুলো আর গ্যাস দিয়ে তৈরি তিনটে উজ্জ্বল মিনার দিয়ে তৈরি একটা পরকাষ্ঠা।
অতিকায় ঈগল নামক নেবুলার এই পিলার্স অফ ক্রিয়েশন, যা ৬,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার হাবল স্পেস টেলিস্কোপ প্রথম ১৯৯৫ সালে এই অদ্ভুত মহাজাগতিক বস্তুর ছবি তুলেছিল।

নাসা সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, যখন গ্যাস এবং ধূলিকণার স্তম্ভের মধ্যে উপযুক্ত ভরের বন্ধন তৈরি হয়, তখন তারা তাদের নিজস্ব অভিকর্ষের অধীনে ভেঙে পড়তে শুরু করে। ধীরে ধীরে উত্তপ্ত হয় আর শেষমেষ নতুন নক্ষত্রের জন্ম হয়।
কিছু স্তম্ভের কিনারায় আকৃতি দেখে লাভার মতো মনে হতে পারে। এমন তরঙ্গরেখার কারণ ব্যাখ্যা করে নাসা তরফ থেকে আরও বলা হল, তরঙ্গের উৎস সেই সব তারা যারা এখনও গ্যাস আর ধূলিকণার মধ্যে তৈরি হয়ে চলেছে।