
সাড়ে চার কোটি বছর আগে, জার্মানির দক্ষিণ স্যাক্সনি-আনহাল্টের গেইজেলটাল অঞ্চলে ৪.৬ ফুট লম্বা এক পাখি ছিল ডায়াট্রিমা। ১৯৫০-এর দশকে, এই প্রাচীন পাখির জীবাশ্ম হয়ে-যাওয়া খুলি ওই অঞ্চলের জার্মানির একটি পুরোনো লিগনাইট খনির এলাকায় আবিষ্কৃত হয়। তবে, প্রথমে ভুলভাবে বর্গীকৃত হওয়ার কারণে তার গুরুত্ব উপেক্ষিত হয়েছিল এবং সেটি,বছরের পর বছর ধরে অদৃশ্য ছিল। সম্প্রতি, এক আন্তর্জাতিক গবেষক দল এই অনবদ্য অনুসন্ধান আবার নতুন আলোতে নিয়ে এসেছে। ডায়াট্রিমার সম্পূর্ণ সংরক্ষিত খুলি পুনরায় আবিষ্কৃত হয়েছে, যা এই প্রাচীন দানব পক্ষী সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। এই খুলিটি একটি বিরল রত্ন, কারণ শুধুমাত্র আর একটিই অনুরূপ জীবাশ্ম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে। ডায়াট্রিমা একটি অত্যাশ্চর্য প্রাণী। তার খুব বড় এবং শক্তিশালী ঠোঁট ছিল, শারীরিক গঠন ছিল দৃঢ় । যদিও এটি উড়তে পারত না, এটি সম্ভবত দক্ষ দৌড়বিদ ছিল, তার শক্তিশালী পা ব্যবহার করে শিকার বা খাদ্য সংগ্রহ করত। এই খুলির এই নতুন অধ্যয়ন পাখিটির আচরণ, খাদ্যাভ্যাস এবং তার সময়ের বাস্তুতন্ত্রে এটি কিভাবে সহাবস্থান করত তা বুঝতে সাহায্য করতে পারে।
এই খুলির পুনরায় আবিষ্কার, জীবাশ্মবিদ্যার সদা পরিবর্তনশীল প্রকৃতির প্রমাণ। ভুল বর্গবিভাগ এবং ভুলে যাওয়া জীবাশ্মগুলি এখনও গবেষণার দিক নির্দেশ করতে পারে। এই আবিষ্কারটি স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের ধুলোভরা আর্কাইভেও, অনুসন্ধিৎসুদের জন্য মণি রত্ন অপেক্ষা করছে। কে জানে আরও কত প্রাগৈতিহাসিক বিস্ময় আবিষ্কারের অপেক্ষায় আছে?