পুরা প্রস্তর যুগের অক্ষত গ্রাম

পুরা প্রস্তর যুগের অক্ষত গ্রাম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডেনমার্কের সমুদ্রগর্ভে লুকিয়ে ছিল ইতিহাসের এক বিস্ময়। প্রায় ৮,৫০০ বছর আগে তলিয়ে যাওয়া প্রাচীন প্রস্তর যুগের একটি গ্রাম এবার প্রত্নতত্ত্ববিদদের খননে ধরা দিয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে গ্রামটি ডুবে গিয়েছিল বলে ধরা হয়। এই গ্রামে পাওয়া গেছে নিপুণভাবে সংরক্ষিত ঘরবাড়ির কাঠামো, কাঠের জিনিসপত্র, উদ্ভিদের চিহ্ন ও অন্যান্য দৈনন্দিন সামগ্রী।এগুলো সেই যুগের মানুষের জীবনযাত্রার এক অনন্য ঝলক তুলে ধরেছে।
গবেষণায় দেখা গেছে, সমুদ্রতটে অবস্থিত এ গ্রামে ছিল কাঠের তৈরি ঘরবাড়ি ও নানা কাঠামো। সেগুলোর সঙ্গে মিলেছে হ্যাজেলনাট বীজ, উদ্ভিদের অবশেষ ও কাঠের যন্ত্রপাতি। অবাক করা বিষয়টি হল, এগুলো সব অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদ মোয়ে আস্ট্রুপ বলেন, “যখন সমুদ্রপৃষ্ঠ উঁচু হল, সবকিছু জলের নীচে চাপা পড়ে গেল। আর অক্সিজেনবিহীন সেই পরিবেশ সব নিদর্শনকে হাজার বছরের জন্য সংরক্ষণ করে রাখল। ” অক্সিজেনবিহীন স্তরে চাপা পড়ে থাকার কারণে সময় যেন থমকে গিয়েছিল সেখানে।গ্রামটি আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক অক্ষত টাইম ক্যাপসুল হয়ে। এই নিদর্শনগুলো শুধু স্থাপত্য নয়, মানুষের খাদ্যাভ্যাস, কৃষ্টি ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কেও এগুলি আশ্চর্য তথ্য দিচ্ছে। কোথায় কীভাবে তারা বসবাস করত, কী খেত, কেমন সরঞ্জাম ব্যবহার করত ,সবই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

আরও রোমাঞ্চকর তথ্য আসছে ডেনড্রোক্রোনোলজি বা বৃক্ষের বয়স নির্ণয়ের মাধ্যমে। কাঠের গুঁড়ি বিশ্লেষণ করে গবেষক জোনাস ওগডাল জেনসেন জানাচ্ছেন, কোন সময়ে কোন গাছ কাটা হয়েছিল তা নির্ভুলভাবে জানা যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ কীভাবে ধীরে ধীরে উঁচু হয়েছিল এবং কীভাবে তার প্রভাব পড়েছিল মানুষের বসতিতে।
এই গ্রামটি যেন এক জীবন্ত ঐতিহাসিক নিদর্শন যেখানে দেখা যাচ্ছে তুষারযুগ পরবর্তী কালে সমুদ্রের উত্থান কীভাবে মানুষের জীবন বদলে দিয়েছিল। কোনো কোনো মানুষ গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, আবার কোথাও নতুনভাবে অভিযোজন করে বেঁচে থাকার পথ খুঁজেছিল। পরিবেশের এই কঠিন পরিবর্তনের মধ্যেও মানুষের অসাধারণ স্থিতিস্থাপকতা ও অভিযোজন ক্ষমতা চোখে পড়ার মতো ।
আজকের পৃথিবীতে যখন জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উত্থান আবারও আমাদের বড় বিপদ হয়ে উঠছে, তখন এই প্রাচীন গ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানুষ হাজার বছর ধরেই প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

ডেনমার্কের উপকূলে এই আবিষ্কার শুধু এক প্রাচীন গ্রামের গল্প নয়, এ হল প্রকৃতির সাথে লড়াই করে মানবসভ্যতার টিকে থাকার প্রমাণ। প্রকৃতি আর মানুষের সহাবস্থানকে তা নতুন দৃষ্টিতে দেখতে শেখায়।

সূত্র: Stone Age settlement lost to rising seas 8,500 years ago found off Denmark coast ; @CBS News (August 26,2025).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fourteen =