পুরোপুরি সৌরশক্তি ও জলশক্তি নির্ভর হল দিল্লি বিমানবন্দর

পুরোপুরি সৌরশক্তি ও জলশক্তি নির্ভর হল দিল্লি বিমানবন্দর

বিজ্ঞানভাষ সংবাদদাতা । ২৮ জুন
Posted on ২৮ জুন, ২০২২

ক্রমশ কমে আসছে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার, পাশাপাশি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে দূষিত হয় পরিবেশও। তাই বিশেষজ্ঞরা বারবার বলছেন অপ্রচলিত শক্তির ব্যবহারের দিকে নজর দিতে। তারই প্রতিফলন। ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে পুরোপুরি অপ্রচলিত শক্তি-নির্ভর হয়ে উঠল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিমানবন্দরের প্রয়োজনীয় বিদ্যুতের পুরোটাই আসবে জলশক্তি ও সৌরশক্তির থেকে। ভারতে এই প্রথম কোনও বিমানবন্দর পুরোপুরি অপ্রচলিত শক্তির দ্বারা চালিত হতে চলেছে বলেও দাবি তাঁদের। বিমানবন্দরের মোট বিদ্যুৎ চাহিদার ৬ শতাংশ আসবে সৌরশক্তি থেকে আর বাকি ৯৪ শতাংশের জোগান দেবে একটি হাইড্রো-ইলেকট্রিক প্ল্যান্ট। ইতিমধ্যেই বিমানবন্দরের একাধিক ফাঁকা জায়গা ও কার্গো টার্মিনালের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অপ্রচলিত শক্তির ব্যবহারের ফলে বছরে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ কমবে প্রায় ২ লক্ষ টন। ২০৩০-এর নভেম্বরের মধ্যে পুরোপুরি কার্বন গ্রহণ ও নির্গমনের ভারসাম্য বজায় রাখা বা কার্বন নিউট্রাল হওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে বিমানবন্দরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =