পৃথিবীতে এখনও ৯২০০ অজানা গাছের প্রজাতি

পৃথিবীতে এখনও ৯২০০ অজানা গাছের প্রজাতি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ফেব্রুয়ারী, ২০২২

পৃথিবীর বুকে গাছের সংখ্যা কত? গাছের প্রজাতির সংখ্যাই বা কত? আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী পিটার রিখ জানিয়েছেন পৃথিবীর বুকে তাদের জানা এখনও গাছের সংখ্যা ৩ ট্রিলিয়ন গাছ আর ৭২ হাজার ৩০০ প্রজাতির গাছ। পিটার রিখ জানিয়েছেন, তাদের জানার বাইরে এখনও রয়েছে ৯২০০ গাছের প্রজাতি। কিন্তু একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই গাছগুলো ক্রমশ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। রিখ জানিয়েছেন, দক্ষিণ আমেরিকা হচ্ছে বিরল প্রজাতির গাছের অন্যতম এক অঞ্চল। কিন্তু এই উদ্ভিদ বিজ্ঞানীর আক্ষেপ, দক্ষিণ আমেরিকা, বিশেষভাবে ব্রাজিল, আমাজনে সাম্প্রতিককালে যে পরিমাণ দাবানল, অরণ্য ধ্বংস হয়েছে তাতে হয়ত ওই ৯২০০ অজানা গাছের প্রজাতির কথা আর জানাই যাবে না।