পৃথিবীর অভ্যন্তরে হাইড্রোজেনের ভাণ্ডার

পৃথিবীর অভ্যন্তরে হাইড্রোজেনের ভাণ্ডার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ ডিসেম্বর, ২০২৪

পাহাড় প্রমাণ হাইড্রোজেনের ভাণ্ডার লুকিয়ে আছে পৃথিবীর পৃষ্ঠের নীচে – এবং এর সামান্যতম ভগ্নাংশ প্রায় ২০০ বছরের জন্য পরিবেশে দূষণ সৃষ্টি করতে পারে এমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে আমাদের নিষ্কৃতি দিতে পারে । এমন কথাই জানিয়েছে এক নতুন গবেষণা। এই গবেষণা অনুসারে পৃথিবীর আভ্যন্তরীন শিলা এবং ভূগর্ভস্থ জলাধারে প্রায় ৫.৬ ট্রিলিয়ন মেট্রিক টন হাইড্রোজেন রয়েছে। পৃথিবী পৃষ্ঠের নীচে মাটিতে যে তেলের পরিমাণ অবশিষ্ট রয়েছে এটি তার প্রায় ২৬ গুণ – তবে এই হাইড্রোজেনের ভাণ্ডার কোথায় অবস্থিত তা অজানা রয়ে গেছে। বেশিরভাগ হাইড্রোজেন সম্ভবত খুব গভীরে রয়েছে বা এমন জায়গায় রয়েছে যেখানে সহজে পৌঁছনো সম্ভব নয়। আবার কিছু ক্ষেত্রে তা ব্যয়সাপেক্ষ। তবে পেট্রোলিয়াম জিওকেমিস্ট জিওফ্রে এলিসের মতে শত সীমাবদ্ধতা সত্ত্বেও চারপাশে যথেষ্ট পরিমাণে হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেন গুরুত্বপূর্ণ শিল্প জ্বালানি। সত্তরের দশকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রথম জীবাশ্ম জ্বালানির বিকল্প রূপে মানুষকে পরিস্রুত জ্বালানির উৎস হিসাবে হাইড্রোজেনের কথা ভাবতে বাধ্য করে। যানবাহন চালাতে, শিল্প প্রক্রিয়া এবং বিদ্যুৎ উৎপন্ন করতে হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে। এই গবেষণায় যে পরিমাণ হাইড্রোজেনের সন্ধান পাওয়া গেছে তার মাত্র ২% হাইড্রোজেন পেলে আমরা কার্বন নিঃসরণ হ্রাস করতে পারবো। এই পরিমাণ হাইড্রোজেন থেকে নির্গত শক্তি পৃথিবীর সমস্ত প্রাকৃতিক গ্যাস সঞ্চয়ের মধ্যে মজুত শক্তির প্রায় দ্বিগুণ। পৃথিবীর অভ্যন্তরে শিলায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়। এটি সবচেয়ে সহজ, তবে এলিসের মতে কয়েক ডজন প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে যা হাইড্রোজেন তৈরি করতে সক্ষম, কিন্তু তাদের বেশিরভাগই খুব কম পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করে। অতি সম্প্রতি গবেষকরা জানতে পেরেছেন যে হাইড্রোজেন পৃথিবীর পৃষ্ঠের নীচে জমা হয়। আগে তারা ভাবতেন সেই পরিমাণ খুবই স্বল্প। কিন্তু পশ্চিম আফ্রিকায় এবং তারপরে আলবেনিয়ার ক্রোমিয়াম খনিতে যখন তারা হাইড্রোজেনের বিশাল ভাণ্ডার আবিষ্কার করেন, তখন তাদের ধারণা থেকে তারা সরে আসেন। এটি এখন স্পষ্ট যে হাইড্রোজেন পৃথিবীর জলাধারগুলোতে তৈরি হয় এবং এই নতুন গবেষণায় জানানো হয়েছে এদের মধ্যে বেশ কয়েকটি বিশাল পরিমাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =