আবিষ্কৃত হল পৃথিবীর উত্তরের শেষ দ্বীপ। গ্রীনল্যান্ডের উপকূলে। আর্ক্টিক দ্বীপপুঞ্জ থেকে আরও ৮০০ মিটার উত্তরে। ৬০x৩০ মিটারের এই দ্বীপপুঞ্জই নর্থ পোল বা উত্তর মেরুর সবচেয়ে কাছে বলে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। ডেনমার্ক আর সুইডেনের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে এই দ্বীপ খুঁজে পাওয়া গিয়েছে। গ্রীনল্যান্ডের অনেকটা অংশই ডেনমার্কের মধ্যে পড়ে। এর আগে ওডাক দ্বীপই ছিল উত্তর মেরুর প্রান্তীয় ভূখন্ড। নতুন দ্বীপ আবিষ্কারের আগে, হেলিকপ্টারে চেপে ৬ জন বিজ্ঞানী ওডাক দ্বীপেই নেমেছিলেন। কিন্তু সেখান থেকে নতুন কোনও দ্বীপ তাঁরা দেখতে পাননি। কিন্তু অভিযানের কিছুক্ষণের মধ্যেই নতুন জায়গার সন্ধান পেয়ে যান তাঁরা। জানিয়েছেন, ভীষণ উত্তেজনার সেই মুহুর্ত। একটা অঞ্চল, যেখানে চারপাশের বরফের মধ্যে শুধুই কাদা, নুড়ি পাথর আর আবর্জনা। কাদা মানে এমন কাদা যে ডুবে যাচ্ছে পা! খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও তাঁদের একটা বিষয়ে আনন্দ হচ্ছিল, উত্তর মেরুতে তাহলে শুধু বরফ নয়, কাদাও পাওয়া যায়! ৬ জনের ওই দলের নেতৃত্বে ছিলেন কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মর্টেন রাশ। সংবাদ মাধ্যম বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, ‘ওখানে দাঁড়িয়েও আমরা প্রথমে বুঝতে পারিনি যে দ্বীপটা একেবারেই অজানা, এবং নতুন। এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে অনেক আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে, উত্তর মেরুর সবচেয়ে কাছের দ্বীপ আবিষ্কার করা গিয়েছে এইবার। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী থেকে যদিও ব্যাপারটা দারুণ কিছু নয়। তবে ব্যক্তিগতভাবে ভাল লাগছে এই ভেবে যে, পৃথিবীর উত্তরের শেষ দ্বীপে যে বিপুল পরিমাণ কাদা রয়েছে তার মধ্যে আমার বুটটাও ডুবেছিল!’