পৃথিবীর ওপর আবিষ্কৃত বৃহত্তম গহ্ববর!

পৃথিবীর ওপর আবিষ্কৃত বৃহত্তম গহ্ববর!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ জুলাই, ২০২২

বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ওপর এখনও পর্যন্ত এত বড় গহ্ববর এর আগে দেখা যায়নি। বাটাগায়িকা গহ্ববর। সাইবেরিয়ার উত্তরে। এক কিলোমিটার চওড়া আর ৮৬ মিটার গভীর! এবং এটা ক্রমশ বাড়ছে! স্থানীয় গ্রামবাসীরা প্রথম গর্তটিকে দেখেছিলেন ৮০-র দশকে। তখন কিন্তু ভয় পাওয়ার মত চেহারা ছিল না এর। কিন্তু আজ গ্রামবাসীরা এই গহ্ববরকে বলছেন ‘ডোরওয়ে টু আন্ডারওর্য়াল্ড’ অথবা ‘মাউথ টু হেল’! এমনকী, মাঝে মাঝে গম্ভীর গর্জনের আওয়াজও শোনা যাচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন বিভিন্ন সংবাদসংস্থাকে! আর বিজ্ঞানীদের বিশ্লেষণ, গর্তটির ওপরে যে মাটির স্তর রয়েছে সেটা প্রায় সাড়ে ৬ লক্ষ বছরের পুরনো। গবেষক জুয়ান মার্টিন জানিয়েছেন, সাইবেরিয়া জুড়ে মাটির নীচে জমাট বাঁধা অবস্থায় থাকত বরফ! যাকে পার্মা-ফ্রস্ট জমি বলা হয়। প্রায় ৩ মিলিয়ন বছর আগের ‘বরফের যুগের; সময় এই পার্মা-ফ্রস্ট সৃষ্টি হয়েছিল। কিন্তু ৬০-এর দশকের পর থেকে বিস্তীর্ণ ওই অঞ্চল অরণ্যশূন্য হতে শুরু করার পর থেকেই পার্মা-ফ্রস্টের বরফ গলতে শুরু করে। তার ওপর, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রবল ও ধারাবাহিক নির্গমন। এর প্রতিফলনেই সৃষ্টি হয়েছে বাটাগায়িকা গহ্ববর। প্রত্যেক বছর প্রায় ৩০ মিটার করে বেড়ে যাছে গর্তের গভীরতা!