পৃথিবীর কক্ষপথে ভারতের তিন স্যাটেলাইট

পৃথিবীর কক্ষপথে ভারতের তিন স্যাটেলাইট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ইসরোর মুকুটে জুটলো সাফল্যের আরো একটি মুকুট। গতকাল অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি সোমবার সকাল ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল ‘পিএসএলভি -সি ফাইভ টু’ রকেট উৎক্ষেপন করা হয় মহাকাশে। এই রকেটে রয়েছে তিনটি স্যাটেলাইট বা কৃত্তিম উপগ্রহ। যেগুলি পৃথিবীর কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর।

তিনটি উপগ্রহের মধ্যে আছে ভূপর্যবেক্ষন উপগ্রহ ‘ইওএস-০৪’। এই স্যাটেলাইটটির ওজন ১৭০০ কিলোগ্রাম। কৃষি, সবুজায়ন মাটির আদ্রতা, জলের অনুসন্ধান, বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে এই ‘ইওএস০৪’ স্যাটেলাইটটি। আর একটি স্যাটেলাইট হলো ‘ইন্সপায়ারস্যাট-১’। এর ওজন ৮.১ কেজি। এটি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ স্পেস সায়েন্স অ্যাণ্ড টেকনোলজির পড়ুয়ারা তৈরি করেছেন। একাজে তাদের সহায়তা করেছে ইউনিভার্সিটি অফ কলোরাডো, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, তাইওয়ানের ন্যাশানাল সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রভৃতি। তৃতীয় স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে- ‘আইএনএস-২বি’। এই স্যাটেলাইটটি ভারত- ভুটান যৌথ উদ্যোগে তৈরি ডেমন্সট্রেটর স্যাটেলাইট। এই স্যাটেলাইটটির মধ্যে বসানো হয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা। এর সাহায্যে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষি- সবুজায়নের উপযুক্ত পরিবেশ ও তাপের নিস্ক্রিয়তা নিয়ে গবেষণা করা হবে। দ্বিতীয় এবং তৃতীয় স্যাটেলাইট দুটি আকারে অপেক্ষাকৃত ছোটো। এদুটির মূল কাজ আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালানো।