পৃথিবীর গতিশীল অন্তঃ-কেন্দ্রমন্ডল

পৃথিবীর গতিশীল অন্তঃ-কেন্দ্রমন্ডল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিজ্ঞানীরা নতুন প্রমাণ খুঁজে পেয়েছেন যে পৃথিবীর অন্তঃ-কেন্দ্রমন্ডল হয়ত পরিবর্তিত হচ্ছে। এই আবিষ্কারটি “নেচার জিওসায়েন্স” জার্নালে প্রকাশিত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ভিডেল বলেছেন, তাদের গবেষণার লক্ষ্য ছিল অন্তঃ কেন্দ্রমন্ডলের গতি সম্পর্কে অধ্যয়ন করা, তার প্রকৃতি নির্ধারণ করা নয়। কিন্ত আশ্চর্যজনকভাবে, তারা আবিষ্কার করেছেন যে অন্তঃ-কেন্দ্রমন্ডলের পৃষ্ঠটি গঠনগত পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।
পৃথিবীপৃষ্ঠের নিচে ৫,০০০ কিলোমিটার গভীরে অবস্থিত, অন্তঃ-কেন্দ্রমন্ডলকে এতদিন কঠিন গোলক হিসেবে মনে করা হত। কিন্তু ডক্টর ভিডেল কয়েক দশকের ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে লক্ষণ পেয়েছেন যে এটি কঠিন নাও হতে পারে। এই গবেষণায় উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বিভিন্ন কেন্দ্রে নথিভুক্ত ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করা হয়ছে। বিশেষত, ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে আন্টার্কটিকার সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ঘটা ভূমিকম্পগুলিকে বিশ্লেষণ করা হয়েছে।
একটি নির্দিষ্ট ভূমিকম্প-তরঙ্গ গোষ্ঠীর মধ্যে অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখা যায় । প্রথমে এটি রহস্যজনক বলে মনে হলেও, তাদের রেজোলিউশন প্রযুক্তি উন্নত করার পর, গবেষণা দলটি উপলব্ধি করে যে, এই তরঙ্গগুলি অন্তঃ-কেন্দ্রমন্ডলে ভৌত ক্রিয়াকলাপকে নির্দেশ করছে। এই ক্রিয়াকলাপগুলি থেকে বোঝা যায় যে অন্তঃ-কেন্দ্রমন্ডলে সান্দ্র বিকৃতি (viscous deformation) ঘটে থাকতে পারে, যার ফলে এটির আকৃতি পরিবর্তিত হয়ে থাকতে পারে। গবেষকরা বিশ্বাস করেন যে এই পরিবর্তনটি অন্তঃ-কেন্দ্রমণ্ডল এবং বাইরের তরল বহিঃ-কেন্দ্রমণ্ডলের মধ্যে পারস্পরিক ক্রিয়ার কারণে ঘটছে। আগে মনে করা হত, এই অস্থিরতা শুধুমাত্র বহিঃ-কেন্দ্রমন্ডলকে প্রভাবিত করে, কিন্তু এখন দেখা যাচ্ছে, এটি অন্তঃ- কেন্দ্রমণ্ডলকেও বিঘ্নিত করছে। এই খোঁজটি পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যেকার এক নতুন গতিশীল প্রক্রিয়ার পরিচয় তুলে ধরেছে , যা আমাদের পৃথিবীর তাপীয় ও চৌম্বকীয় ক্ষেত্রগুলিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে।
তথ্যসূত্রঃ https://www.sci.news/othersciences/geoscience/earths-inner-core-13655.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =