
পৃথিবীর আদিযুগের এক রহস্যজনক অধ্যায়ের সন্ধানে বিরাট সাফল্য অর্জন করেছেন চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা। অধ্যাপক জিয়া লিউ ও কুংকু জিয়ার নেতৃত্বে গবেষক দল এবং তাঁদের পিএইচডি শিক্ষার্থীরা — ডেংগাং লু, ঝিকাং লুয়ান, জিংজুন ঝোউ ও টিয়ানটিং লেই — পৃথিবীর প্রাচীনতম যুগ হেডিয়ান অধিযুগের (প্রায় ৪.৪ বিলিয়ন বছর আগে) মহাদেশীয় ভূত্বক সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করেছেন। গবেষকদের মতে পৃথিবীর মহাদেশগুলোর উৎপত্তি বোঝার জন্য হেডিয়ান একটি গুরুত্বপূর্ণ সময়।
হেডিয়ান যুগ ছিল পৃথিবীর ইতিহাসের এক রহস্যময় সময়কাল, যেখান থেকে খুব কম শিলা নমুনাই আজ অবধি টিকে আছে। এই যুগের সবচেয়ে পুরনো শিলা পাওয়া গেছে কানাডার আকাশ্তা অঞ্চলে, যেগুলোর বয়স প্রায় ৪.০৩ বিলিয়ন বছর। পৃথিবীর প্রাথমিক ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের ফলে সে সময়কার অধিকাংশ শিলাই ধ্বংস হয়ে গেছে। ফলে বিজ্ঞানীরা এই সময়কে “নিখোঁজ অধ্যায়” বলে থাকেন।
তবে জারকন নামে এক ধরনের অত্যন্ত মজবুত খনিজ এই যুগের কিছু মূল্যবান চিহ্ন ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার জ্যাক হিলস অঞ্চলে পাওয়া কিছু জারকন স্ফটিকের বয়স ৪.৩ বিলিয়ন বছরেরও বেশি। এই ক্ষুদ্র স্ফটিকগুলিতে সংরক্ষিত রাসায়নিক চিহ্ন পৃথিবীর প্রাথমিক আগ্নেয় ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
গবেষকরা জারকন এবং তাতে আশ্রয়প্রাপ্ত আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পৃথিবীর হারিয়ে যাওয়া ভূ-ত্বক সম্পর্কে ধারণা করতে পেরেছেন। তাঁরা ১৪,০০০-এর বেশি জারকন এবং ৮২৩টি সংশ্লিষ্ট শিলার রেকর্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ভূ-রাসায়নিক ডেটাবেস তৈরি করেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁরা জারকনের ক্ষীণ উপাদান এবং আশ্রয়দাতা শিলার রাসায়নিক গঠনের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন।
এর মাধ্যমে তাঁরা পূর্বে অজানা তথ্য আবিষ্কার করেছেন। পৃথিবীর প্রাথমিক ভূ-ত্বক সম্ভবত মহাদেশীয় পাতের আভিসারী সংঘর্ষের মাধ্যমে তৈরি হয়েছিল। যা অনেকটা আধুনিক যুগের মহাদেশীয় সংঘর্ষের মতোই। গবেষণাটি পৃথিবীর “নিখোঁজ ভূতাত্ত্বিক অধ্যায়” উন্মোচনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
সূত্রঃ “Earth’s Hadean crust formed via operation of convergent tectonics” by Denggang Lu, Jia Liu, Qunke Xia, Zhikang Luan, Jingjun Zhou, Tianting Lei, Lu Wang and Eero Hanski, 2 June 2025, National Science Review.