পৃথিবীর মানুষকে রক্ষা করার সতর্কবার্তা

পৃথিবীর মানুষকে রক্ষা করার সতর্কবার্তা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মার্চ, ২০২২

সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) আগেই সতর্ক করেছিল বিশ্বের সমস্ত রাষ্ট্রকে। কিন্তু রাষ্ট্রগুলোর হেলদোল না দেখে আবার মুখ খুলেছে ডব্লিউএমও। এবার তাদের সতর্কবার্তা, আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে জলবায়ু ও আবহাওয়ার চরম পরিবর্তন থেকে রক্ষা করা না যায় তাহলে কিন্তু মানবসমাজ দ্রুত নিঃশেষ হয়ে যাবে! এখনও পর্যন্ত বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ, যার মধ্যে আফ্রিকায় ৬০ শতাংশ মানুষের মাথার ওপর কিন্তু রাষ্ট্রের ছাতা নেই। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, জলবায়ুর চরম পরিবর্তন থেকে গোটা বিশ্বের মানুষকে স্থায়ীভাবে বাঁচাতে হলে ভারতীয় মূদ্রায় অন্তত ১১,৪৫৯ কোটি টাকার একটা ফান্ডের প্রয়োজন। ডব্লিউএমও-র রিপোর্ট গত ৫০ বছরে গড়ে প্রত্যেকদিন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। আর তাতে অন্তত লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এখন থেকে ব্যবস্থা না নিতে পারলে মানবসমাজকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন ডব্লিউএমও-র বিশেষজ্ঞরা।