বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জুন, ২০২২
বছর আটত্রিশের শেখ মইনুদ্দিন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। গত দেড় দশক ধরে তিনি বর্ধমান হাসপাতালের মানসিক বিভাগে নিয়মিত চিকিৎসা করান। শনিবার সকাল থেকে কোনও কিছুই খেতে পারছিলেন না। শুধুই পেটব্যথা। মঙ্গলবার বর্ধমান শহর সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে মইনুদ্দিনকে নিয়ে যান পরিবারের সদস্যেরা। এক্স-রেতে দেখা যায়, তাঁর পেটে ভরা রয়েছে পেরেক!
অস্ত্রোপচার করতে খরচ হবে লক্ষাধিক টাকা। কিন্তু অত টাকা দেওয়ার সামর্থ না থাকায় বুধবার সকালে তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে ২৫০টি পেরেক, ৩৫টি কয়েন ও বেশ কিছু পাথরের কুচি। এসবের পরেও কিন্তু ভালো আছেন মইনুদ্দিন।