প্যাঁচার মন্দ কপাল

প্যাঁচার মন্দ কপাল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ আগষ্ট, ২০২১

আইনি বাধানিষেধ সত্ত্বেও প্রতিবছর কুসংস্কার, টোটেম আর ট্যাবুর সঙ্গে জড়িত প্রথা ও আচার মানতে বহু পাখিকে উৎসর্গ করা হয়‌। দীপাবলির সময় এই প্রবণতা বাড়ে।
ডব্লিউ এফ (ভারত)-এর মতে, বিশেষত ছোট শহর এবং গ্রামগুলিতে. প্যাঁচার দেহাংশ যেমন মাথার খুলি, পালক, কানের লতি, থাবা, হৃৎপিণ্ড, যকৃত, কিডনি, রক্ত, চোখ, মেদ, ঠোঁট, চোখের জল, ডিমেল খোল, মাংস এবং হাড় উৎসব, পুজো এবং আচার-অনুষ্ঠানে ব্যবহার করা হয়।
শিকারি পাখি হিসেবে প্যাঁচারা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভমিকা পালন করে এবং ক্ষেতে ইঁদুর নিয়্ন্ত্রণে রেখে কৃষকদেরও সাহায্য করে। এদের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক তাৎপর্যও আছে এবং এরা প্রায়শই বিভিন্ন তীব্র আবেগ যেমন ভালোলাগা, ভয়, ঘৃণা এবং অশ্রদ্ধার জন্ম দেয়। বেআইনি ব্যবসা-বাণিজ্যের জন্য এই পাখিগুলির ক্রমবর্ধমান ব্যবহার যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বন্ধ করা দরকার। সচেতনতা বৃদ্ধির মাধমে নাগরিকদের সক্রিয় সমর্থন প্যাঁচাদের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সমস্ত প্রজাতিকে সংরক্ষণ ও রক্ষা করা জরুরি।