প্রতিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা, নয়া দিশা সামরিক বাহিনীতে

প্রতিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা, নয়া দিশা সামরিক বাহিনীতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৫ জুলাই, ২০২২

আলোচনা শুরু হয়েছিল বেশ করেক বছর আগেই। হালফিলের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ মিলেছে— আগামী দিনে পরমাণু যুদ্ধের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠতে চলেছে সাইবার যুদ্ধ। শত্রুপক্ষের সেই সাইবার হানাদারি রুখতে না পারলে কয়েক মুহূর্তেই ধসে যেতে পারে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা।
ক্ষেপণাস্ত্র নয়, সেই সাইবার হানাদারি রোখার হাতিয়ার একটাই, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে দেশের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ‘দিশা’ দেখাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। দেশে এমন কর্মসূচি এই প্রথম।
প্রতিরক্ষা সচিব অজয় কুমার জানিয়েছেন, সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত এই প্রদর্শনী ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ। বিজ্ঞান ভবনের ওই কর্মসূচিতে রোবট, নজরদারি ব্যবস্থা, সাইবার হানাদারি প্রতিরোধ ব্যবস্থা-সহ মোট ৭৫টি দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সামরিক পণ্য প্রদর্শিত হচ্ছে বলে জানান তিনি।