প্রথম টিকটক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে

প্রথম টিকটক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জুন, ২০২২

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম টিকটক ভিডিও পোষ্ট করলেন অ্যাস্ট্রোনট। ইউরোপীয় অ্যাস্ট্রোনট সামান্থা ক্রিস্টোফোরেত্তি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন গত ৫ই মে। ৫ই মে প্রকাশ করা ভিডিও টি ৮৮ সেকেন্ডের। ‘ক্রিউ ৪’ -এর উৎক্ষেপনের মাধ্যমে দর্শকদের পুরো মহাকাশ স্টেশন ও মিশনের ব্যাপারে অবহিত করাই ঐ ভিডিও মুখ্য বস্তু। সে হিসেবে মহাকাশের প্রথম টিকটকার বলা যেতে পারে সামান্থা কে। সামান্থা স্পেস এক্স এর মহাকাশচারী। তিনি গত ২৭ শে এপ্রিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে উপস্থিত হন। ৫ই মে র পর ২৫শে মে আরও একটি টিকটক ভিডিও প্রকাশ করেন। এরপর ১ লা জুন আর একটি ভিডিও প্রকাশ করেন সামান্থা।