প্রথম মহিলার শরীরে থ্রি-ডি প্রিন্টেড কান!

প্রথম মহিলার শরীরে থ্রি-ডি প্রিন্টেড কান!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জুন, ২০২২

ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রযুক্তির যুগান্তকারী ব্যবহারও মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমবার কোনও মহিলার শরীরে বসানো হল থ্রি-ডি প্রিন্টেড কান! মহিলার ডান কানটি ছিল না। তিনি এক বিরল জন্মগত বিকৃতির অসুখে আক্রান্ত ছিলেন। অসুখের নাম মাইক্রোটিয়া। কানটি এমনভাবে প্রিন্টেড হয়েছিল যে ওনার বাঁ কানের অঙ্গে হুবহু মিলে গিয়েছে। এই ইমপ্লান্টকে বলা হয়েছে অরিনোভা। এটি পাঁজরের কার্টিলেজ গ্রাফট এবং কৃত্রিম উপাদানগুলোর চিকিৎসার বিকল্প প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। ঐতিহ্যগতভাবে মাইক্রোটিয়া রোগীর কানের বাইরের অংশের পুনর্গঠনে এটা ব্যবহৃত হয়।
প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন টেক্সাসের মাইক্রোটিয়া বিশেষজ্ঞ বিশিষ্ট পেডিয়াট্রিক এবং কানের পুনর্গঠনকারী সার্জেন আর্তুরো বনিলা। তিনি আশাবাদী যে, এই অভিনব পদ্ধতি একদিন কানের পুনর্গঠনের জন্য বর্তমান অস্ত্রোপচার পদ্ধতির পরিবর্তে পরিচর্যার মান হয়ে উঠবে।