প্রথম যুগের স্তন্যপায়ীদের জীবাশ্ম উদ্ধার চীনে

প্রথম যুগের স্তন্যপায়ীদের জীবাশ্ম উদ্ধার চীনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জুন, ২০২৩

চীনদেশের উত্তরপূর্ব অংশটা জীবাশ্মের খনি। গোটা অঞ্চলটা ভালোভাবে পরীক্ষা করে, জীবাশ্মের বয়স নির্ধারণ করে ঐ দেশের জীবাশ্মবিদরা বলছেন জুরাসিক যুগের শেষভাগের প্রথম পর্যায়ের স্তন্যপায়ীরা প্রাণীদের বসবাস ছিল এখানে।
কোরিয়ান উপকূলের কাছেই অবস্থিত লিয়াওনিং আর হেবেই রাজ্য। এখানে জুরাসিক যুগের যেসব জীবাশ্মীভূত প্রাণীদের সন্ধান পাওয়া গেছে এতদিনে, তাদের ইয়ানলিয়াও বায়োটা বলে ডাকা হয়। এই বায়োটার সময়কাল নির্ধারণ করা হয়েছে আজ থেকে ১৬৪ মিলিয়ন-১৫৭ মিলিয়ন বছরের মধ্যে। ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স’ নামক পত্রিকায় বিশদে প্রকাশিত হয়েছে এই খবর।
সংগৃহীত জীবাশ্মের তালিকায় পতঙ্গও, টেরোসর, পালকওয়ালা ডাইনোসর, উভচর প্রাণী আর স্তন্যপায়ীদের জীবাশ্ম রয়েছে। ১৬৪ মিলিয়ন বছরের পুরনো প্রথম স্যালামান্ডারের জীবাশ্মও আছে। অগ্ন্যুৎপাতের ছাই ( যাকে টাফ বলে) পরীক্ষা করে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =