প্রযুক্তির কেরামতিতে উঁচু হচ্ছে তিনতলা বাড়ি

প্রযুক্তির কেরামতিতে উঁচু হচ্ছে তিনতলা বাড়ি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মার্চ, ২০২২

প্রযুক্তির কেরামতিতে তিনতলা বাড়ি না ভেঙে উঁচু করা হচ্ছে কেতুগ্রামে। ভিতের ওপর জ্যাক লাগিয়ে বাড়িটিকে উঁচু করা করা হছে। বাড়িটি ভেঙে উঁচু করার প্রয়োজন হয়নি। বাড়ির লোকজনকেও ঘর খালি করে দিতে হয়নি। প্রত্যেক তলে উচ্চতা বাড়ানো হছে প্রযুক্তির সহায়তায়। হরিয়ানার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থা এই কাজ করছে। সংস্থার তরফে জনানো হয়েছে ৯০টি জ্যাক লাগানো হয়েছে এবং জনা সাতেক কর্মী কাজ করছেন। পুরো কাজ করতে খরচ পড়বে সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।
বাড়িটি ৩০ বছরের পুরনো। পাড়ায় জল নিকাশি ব্যবস্থা অনেকবছর ধরে খারাপ, অবহেলিত। প্রত্যেক বর্ষায় বাড়ির নীচের অংশ জলে ডুবে যেত। তাই বাড়িটিকে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক।