প্রশান্ত মহাসাগরে জেগে উঠেছে নতুন দ্বীপ

প্রশান্ত মহাসাগরে জেগে উঠেছে নতুন দ্বীপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ সেপ্টেম্বর, ২০২২

মধ্য টোঙ্গা দ্বীপপুঞ্জে এক ডুবো আগ্নেয়গিরি হল হোম রিফ। ষোল বছর পর ঘুম ভেঙে ঘন নীল সমুদ্র থেকে মাথা তুলে দাঁড়িয়েছে একখণ্ড সবুজ।

অবাক করা দৃশ্যটা প্রথম চোখে পড়ে গত ১০ই সেপ্টেম্বর। লেট আইল্যান্ডের ২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্রের উপর লাভা আর পাথরের টুকরো জমা হতে শুরু করেছে। ঢেউকে ধাক্কা দিয়ে ক্রমাগত উঠে আসছে বাষ্পরাশি আর ছাইয়ের স্তূপ। সেটাই ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের  উপর ৪০০০ বর্গমিটার এলাকা জুড়ে গোটা একটা দ্বীপ তৈরি করে ফেলেছে। উচ্চতায় ১০ মিটার।

২০শে সেপ্টেম্বর আরেকটা আপডেট দিয়েছে টোঙ্গা জিওলজিকাল সার্ভিস নামক সংস্থা। উচ্চতা খুব একটা না বাড়লেও আয়তনে ছ গুন প্রসারিত হয়েছে নতুন দ্বীপটা। এখন আকারে তা ২৪০০০ বর্গমিটার।

দ্বীপের জন্ম যদিও জানুয়ারিতে টোঙ্গা অগ্ন্যুতপাতের সময়ে নয়। তারও আগে। ২০০৬ সালে সাগরের অনেক নিচে টোঙ্গার আরেক বিস্ফোরণে এক প্রকার কাচের স্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তলদেশ জুড়ে তৈরি হয়ে গিয়েছিল। নাম, পিউমিশ।

যদিও চলতি মাসের ২৫ তারিখ অবধি নতুন কোনও পরিবর্তন লক্ষ্য করেন নি গবেষকরা। হোম রিফ মনে হচ্ছে আপাতত স্থগিত রেখেছে তার বাড়বৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =