প্রশান্ত মহাসাগর থেকে রেকর্ড পরিমাণ বর্জ্য অপসারণ

প্রশান্ত মহাসাগর থেকে রেকর্ড পরিমাণ বর্জ্য অপসারণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৬ আগষ্ট, ২০২২

প্রশান্ত মহাসাগরের মাঝে হাজির হয়েছে বিশালায়তন বেশ কয়েকটি জাহাজ। সমুদ্র জুড়ে জাল বিছিয়ে দিচ্ছে তারা। মাছ ধরতে নয়। বরং, সমুদ্রে ভাসমান আবর্জনার স্তূপ পরিস্কার করতেই হাজির হয়েছে এই জাহাজগুলি। গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ। প্রশান্ত মহসাগরে ভাসমান এই আবর্জনার দ্বীপ বার বার উঠে এসেছে চর্চায়। যা পরিচিত প্রশান্ত মহসাগরীয় আবর্জনার ঘূর্ণি নামেও। হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ক্যালিফোর্নিয়ার মধ্যবর্তী এই অঞ্চলটিতে সমুদ্রস্রোতের কারণে ঘূর্ণির সৃষ্টি হয় বলেই প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এসে জমা হয় সমুদ্রের এই অংশে। আর আবর্জনার স্তূপ জমতে জমতেই আস্ত একটি দ্বীপ তৈরি হয়েছে সেখানে। চলতি শতকের শুরু থেকেই একাধিক পরিবেশ সম্মেলনে উঠে এসেছে এই গারবেজ প্যাচ পরিষ্কার করার প্রস্তাব। পদক্ষেপ যে কিছুই নেওয়া হয়নি এমনটা নয়। তবে আন্তর্জাতিক শক্তিদের উৎসাহে খামতি তো রয়েছেই। এবার সেই খামতিই পূরণ করল নেদারল্যান্ডসের অলাভজনক সংস্থা ‘দ্য ওসান ক্লিনআপ’। চলতি সপ্তাহের শুরুতে প্রায় ১ লক্ষাধিক কেজি প্লাস্টিক অপসারণ করল আন্তর্জাতিক পরিবেশ গোষ্ঠীটি। যা প্রায় দুটি বোয়িং-৭৩৭ বিমানের মোট ওজনের থেকেও বেশি। গতবছর আগস্ট মাসে ৪৫টি সংস্থার যৌথ প্রচেষ্টায় গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ থেকে সরানো হয়েছিল ১,০১,৩৫৩ কেজি বর্জ্য। সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল দ্য ওসান ক্লিনআপ-এর উদ্যোগ। তাদের সংগ্রহ ১,০৮,৫২৬ কেজি প্লাস্টিক। যা এক নতুন নজির।