প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পারছে কোভিডের পরীক্ষা নিতে!

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পারছে কোভিডের পরীক্ষা নিতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জুন, ২০২২

প্রশিক্ষণ দিতে হবে তাদের। তারপর তারা রোগীর শরীরের ঘাম শুঁকে নির্দিষ্টভাবে দেওয়া ইঙ্গিতে চিকিৎসককে জানিয়ে দিতে পারবে সেই রোগী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন কি না! অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এরকম ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশের দমকল বাহিনীর কিছু জার্মান শেফার্ড আর সংযুক্ত আরব আমিরশাহীর স্বরাষ্ট্রমন্ত্রকের কয়েকটি জার্মান শেফার্ডকে মাস খানেক প্রশিক্ষণ দেওয়ার পর এই সংক্রান্ত বিষয়ে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। ৩৩৫ জনের প্রথমে গবেষণাগারে কোভিড পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ১৯২ জনের মধ্যে কোনও কোভিডের লক্ষণ দেখা যায়নি। পরীক্ষা নেওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের সামনে বসিয়ে দেওয়া হয়েছিল ওই ৩৩৫ জনকে। কুকুররা মিলিয়ে দিয়েছে গবেষণাগারে নেওয়া পরীক্ষার সঙ্গে! তাদের ভাষায় চিকিৎসকদের জানিয়েছে ১৯২ জন কোভিডে আক্রান্ত হননি! আর এটাও তারা জানিয়েছে বাকিদের শরীরে কোভিডের ভাইরাস প্রবেশ করেছে! বিজ্ঞান গবেষণা পত্রিকা প্লস ওয়ানে এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে। ফ্রান্সের ন্যাশনাল স্কুল অফ ভেটেরেনারি মেডিসিনের এক পশুচিকিৎসক ও বিজ্ঞানীও ডোমিনিক গ্রাঞ্জিয়ান বলেছেন, “ল্যাব পরীক্ষায় যন্ত্র বিকল হতে পারে বা ঠিকভাবে কাজ না করে ভুল তথ্যও পরিবেশন করতে পারে। কিন্তু কুকুর মিথ্যে বলে না। তাছাড়া ল্যাব পরীক্ষার চেয়ে অনেক তাড়াতাড়ি ভাইরাস চিনতে পারছে ক্যানাইনস। এমনকী রোগীর ঘামের গন্ধ শুঁকে ক্যানাইনস ৪৮ ঘন্টা আগে রোগীর অ্যাসিমটোম্যাটিক লক্ষণ আছে কি না বুঝে ফেলতে পারছে। বিমানে ওঠার সময় কুকুরদের সহায়তায় দেখা হচ্ছে বোমা রাখা আছে কি না। অথচ কোভিডের বেলায় তাদের বিশ্বাস করতে আমাদের অসুবিধে কেন হবে।