প্রাগৈতিহাসিক যুগের শিল্পের সৃষ্টি আগুনের আলোয়!

প্রাগৈতিহাসিক যুগের শিল্পের সৃষ্টি আগুনের আলোয়!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ এপ্রিল, ২০২২

প্রাগৈতিহাসিক যুগের মানুষের শিল্প ও স্থাপত্যের সৃষ্টি হত মূলত আগুনের আলোয়। সম্প্রতি ফ্রান্সে ৫০টি খোদাই করা পাথর বিশ্লেষণ করে এই তথ্য জেনেছেন বিজ্ঞানীরা। ইয়র্ক ও ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ৫০টি খোডাই করা পাথর বিশ্লেষণ করেছেন। পাথরগুলিকে বলা হচ্ছে এক একটি ফলক। পাথরগুলি বর্তমানে রয়েছে ব্রিটিশ জাদুঘরে। গবেষকরা জানিয়েছেন পাথরগুলো ব্যবহার করেছিল ম্যাগডালেনিয়ান যুগের মানুষ। সময়টা আজ থেকে ২৩ হাজার বছর আগের। থ্রি-ডি মডেল এবং ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ব্যবহার করে গবেষকদের মনে হয়েছে সেই সময়ের মানুষ কিন্তু শুধু আগুনের সহায়তায় পাথর কাটত না। গুহায় থাকা সেই সময়ের মানুষ আগুনের আলোর সহাতায় একটা পাথরের নানারকমের আকারও দিতে পারত। এমনকী পাথরের ওপর খোদাই করে ছবিও তারা আঁকতে পারত সেই পাথরের ওপর। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্বিক বিভাগের অন্যতম অ্যান্ডি নিডহ্যামের মতে, ম্যাগডানেলিয়ান যুগই সম্ভবত প্রথম যখন মানুষের গুহাচিত্রের উত্তরণ শুরু হয়েছিল।