প্রাচীন ক্ষুদ্র ব্ল্যাক হোল গ্রহের কক্ষপথ একটু পরিবর্তন করে

প্রাচীন ক্ষুদ্র ব্ল্যাক হোল গ্রহের কক্ষপথ একটু পরিবর্তন করে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৬ জানুয়ারী, ২০২৪

মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক বস্তু হল ব্ল্যাক হোল, যার বিশাল মাধ্যাকর্ষণ শক্তি আলোও আটকে রাখতে পারে। মহাবিশ্বের প্রাচীনতম ব্ল্যাক হোলগুলোর মধ্যে কয়েকটা প্রতি দশকে অন্তত একবার আমাদের সৌরজগতের পাশ দিয়ে চলে যায়, আর তাদের এই যাওয়ার সময় গ্রহগুলোতে নড়াচড়া পড়ে। যদি বিজ্ঞানীরা এই ব্ল্যক হোলগুলো শনাক্ত করতে পারেন তবে প্রমাণ হবে যে এই ব্ল্যাক হোলগুলি ডার্ক ম্যাটার হিসাবে বিদ্যমান। এদের মধ্যে সবচেয়ে অদ্ভুত হল প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল(PBHs)। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেছেন বিগ ব্যাং-এর পরপরই মহাকাশের ঘন, উত্তপ্ত অঞ্চল ধসে পড়ে PBHগুলো গঠিত হয়েছিল। এক সেকেন্ডের মধ্যে গঠিত এই PBH-র ভর যেমন একটা পেপার ক্লিপের হাজার ভাগ বা একশো ভাগের এক ভাগ হতে পারে তেমন সূর্যের থেকে লক্ষগুণ বেশিও হতে পারে। বিজ্ঞানীদের ধারণা ভরযুক্ত PBH জুনো বা এরোস এই গ্রহাণুগুলো আগে ডার্ক ম্যাটার দিয়ে তৈরি ছিল, যেখানে ছায়াপথের নানা বস্তু আটকে যেতে পারে। সমস্যার বিষয় হল এই ধরনের ভরযুক্ত ব্ল্যাক হোল নিশ্চিতভাবে এখনও শনাক্ত করা যায়নি। গবেষকরা জানিয়েছেন, নগণ্য ভরের PBH, পৃথিবীর কাছাকাছি এলে, আমাদের গ্রহ ধ্বংস না হলেও সৌরজগতে এর প্রভাব পড়বে। যে গ্রহের পাশ দিয়ে এটা যাবে, সেই গ্রহ তার কক্ষপথে কিছুটা কেঁপে উঠবে বা একটু সরে যাবে। ফলে যে গ্রহের কাছাকাছি দিয়ে যাবে, সূর্য থেকে সেই গ্রহ বা পৃথিবী থেকে সেই গ্রহের দূরত্ব একটু পালটে যাবে।
একটা গ্রহের কত কাছাকাছি দিয়ে PBH যেতে পারে এটা দেখার জন্য বিজ্ঞানীরা গণনা করে দেখেছেন এই দূরত্ব বিশাল, মোটামুটি কয়েক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU)। এক AU বলতে বোঝায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। JPL Horizons অতিরিক্ত ১ মিলিয়ন সৌরজগতের বস্তুর অবস্থান রেকর্ড করে। এই ডাটাবেস থেকে গ্রহ এবং তাদের নির্দিষ্ট চাঁদের অবস্থান সম্পর্কে ডেটা গবেষকরা ব্যবহার করেছেন। একটা গ্রহাণুর ভরের PBH সূর্যের ২ AUs দূরত্বে এলে গ্রহ বা চাঁদের গতিপথ কীভাবে পরিবর্তিত হবে তা তারা সিমুলেশনের সাহায্যে গণনা করেছিলেন। গ্রহ এবং চাঁদের কক্ষপথ এক ইঞ্চির আশেপাশে বা কয়েক ফুট পর্যন্ত টলে যেতে পারে। তবে এই গণনার জন্য প্রতিটা সৌরজগতের বস্তুর সঠিক দূরত্ব জানা প্রয়োজন। মার্স রোভারের তথ্য থেকে পৃথিবী ও মঙ্গলের মধ্যে আগে গণনা করা দূরত্বের ক্ষেত্রে দেখা গেছে ইঞ্চি চার তফাৎ হয়েছে। কিন্তু সমস্ত বস্তুর ক্ষেত্রে এই গণনা ঠিক কিনা তা বোঝা যাবে না, আর এই একটু ভুল PBH -র জন্য হয়তো বস্তুর অবস্থান বদলের গণনাতে ত্রুটি আনবে ।