প্রাণীদেহে মেরুদণ্ড নতুন করে তৈরি করা সম্ভব

প্রাণীদেহে মেরুদণ্ড নতুন করে তৈরি করা সম্ভব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ সেপ্টেম্বর, ২০২২

কিছু বিশেষ প্রোটিনকে সক্রিয় করে প্রাণীদেহে মেরুদণ্ডের পুনর্নিমাণ করলেন বিজ্ঞানীরা। কশেরুকায় সেন্সরি আর মোটর স্নায়ু নতুন করে বাড়তে সুযোগ পেলে মারাত্মক আঘাতের পরেও প্রাণীর শরীরে মেরুদণ্ড সারিয়ে তোলা যায়। নতুন গবেষণা শোনাচ্ছে এমনই আশার কথা।

গবেষণাপত্রটা প্রকাশিত হল প্লস বায়োলজি নামের পত্রিকায়। TTK21 নামের একটা রাসায়নিক সক্রিয়ক ব্যবহার করে কেবল মোটর আর সেন্সরি স্নায়ুকোষ নয়, সাইন্যাপ্সিসের উন্নতিও সম্ভবপর। মেরুদণ্ডে আঘাত লাগার পর সপ্তাহে একবার যদি TTK21 ওষুধটা নেওয়া যায়, তাহলে আবার স্নায়ুকোষের পুনর্গঠন হতে পারে, এমনই জানাচ্ছেন সিমোন দে জিওভানি। গবেষণাপত্রের বরিষ্ঠ লেখক জিওভানি অধ্যাপনা করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে।

একটা পূর্ণবয়স্ক ইঁদুরের স্পাইনাল কর্ডে দুর্ঘটনার তিন মাস পরে ঐ বিশেষ রাসায়নিক তার দেহে প্রয়োগ করা হয়েছিল। ওষুধের প্রভাবে বিশেষ প্রোটিন সক্রিয় হয়ে কিছু জিন উৎপাদনে সাহায্য করে। আর তার ফলেই ইঁদুরের মেরুদণ্ড ক্রমে সুস্থ ও স্বাভাবিক হয়ে শুরু করে দশ সপ্তাহ পর থেকেই।