প্রাণের সন্ধান পাওয়া গ্রহাণুর টুকরো চাইছে অন্য দেশ

প্রাণের সন্ধান পাওয়া গ্রহাণুর টুকরো চাইছে অন্য দেশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২২

জাপানের গ্রহাণু নিয়ে গবেষণা করা মহকাশযান হায়াবুসা-২ মহাকাশ থেকে সম্প্রতি ফিরেছিল একটি গ্রহাণুর পাথরের টুকরো নিয়ে। জাপানি বিজ্ঞানীরা তার মধ্যে সন্ধান পেয়েছিলেন লুকিয়ে থাকা ২০টি অ্যামাইনো অ্যাসিডের। সেই খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা লাইন লাগিয়েছেন সেই গ্রহাণু থেকে আসা পাথরের টুকরোর অংশ পাওয়ার জন্য! ৯টি দেশের গবেষকদের মিলিয়ে মোট ৭৪টি পাথরের কণা পাওয়ার লিখিত আবেদনপত্র জমা পড়েছে। যার পরিমাণ গ্রহাণু থেকে হায়াবুসা-২-এর আনা মোট স্যাম্পলের ২৩০ মিলিগ্রাম পাথর। গ্রহাণুতে অ্যামাইনো অ্যাসিড পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও পৃথিবীর ওপর পড়া গ্রহাণুর মধ্যেও পরবর্তীকালে অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব দেখেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তার পরিমান মাপা যায়নি। কারণ, পৃথিবীর পরিমণ্ডলে সেই অ্যামাইনো অ্যাসিড পুড়ে হারিয়ে যায়, প্লাজমাও সৃষ্টি করে ফেলে। এবারই প্রথম যে জাপানি গবেষকরা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অক্ষত অবস্থায় দেখেছেন। ইতিমধ্যে, ১২টি দেশের ৪০টি আবেদনপত্র গৃহীত হয়েছে। গত ১৩ জুন হায়াবুসা-২ স্যাম্পল অ্যালোকেশন কমিটি পাথরের কণা ১২টি দেশকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।