প্লাস্টিক দূষণ রুখতে, স্কুইডের হাড় থেকে তৈরি ফিল্টার

প্লাস্টিক দূষণ রুখতে, স্কুইডের হাড় থেকে তৈরি ফিল্টার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ডিসেম্বর, ২০২৪

মাইক্রোপ্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের একটা বড়ো সমস্যা। পানীয় জল থেকে শুরু করে, বাতাসে এমনকি মানুষের শরীরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। গবেষকরা মাইক্রোপ্লাস্টিক মোকাবিলা করার জন্য একটা নতুন উপায় আবিষ্কার করেছেন। তারা এমন এক ফিল্টার তৈরি করেছেন, যা জল থেকে ৯৯.৯ শতাংশ মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে পারে। চীনের উহান বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ‘Ct-Cel’ ফোম ফিল্টার তৈরি করেছেন। তাঁরা স্কুইডের হাড় থেকে কাইটিন আর তুলো থেকে সেলুলোজ একত্রিত করেছেন। তাদের তৈরি এই ফিল্টার বিভিন্ন ধরণের প্লাস্টিকের ক্ষেত্রে তাঁরা পরীক্ষা করেন। তাঁরা দেখেন বিভিন্ন মাপের, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ক্ষেত্রে এই ফিল্টার দারুণ কাজ করেছে। যে ধরনের মাইক্রোপ্লাস্টিক থেকে দূষণে সবচেয়ে বেশি হয়, সেই মাইক্রোপ্লাস্টিক রুখতেও এই ফিল্টার ভালো কাজ করছে।
গবেষকরা একই ফিল্টার পাঁচবার অবধি বারেবারে ব্যবহার করে দেখেছেন, প্লাস্টিক অপসারণের হার ৯৫ শতাংশের ওপরে রয়েছে। তাঁরা কৃষি সেচের জল, হ্রদের জল, স্থির জল এবং উপকূলীয় জল এরকম বিভিন্ন ধরনের জলে স্কুইডের হাড় ও তুলো থেকে বানানো ফিল্টারের উচ্চ কার্যকারিতা দেখেছেন। এই জৈব তন্তুময় ফ্রেমওয়ার্ক – Ct-Cel, পলিস্টাইরিন, পলিমিথাইল মেথাক্রাইলেট, পলিপ্রোপিলিন এবং পলিথিন টেরেফথালেটের ক্ষেত্রে চমৎকার শোষণ ক্ষমতা দেখিয়েছে। বিভিন্ন ধরনের মাইক্রোপ্লাস্টিক ও ‘Ct-Cel’-এর মধ্যে নানা ধরনের আন্তঃআণবিক আদান-প্রদান ঘটে। এই আন্তঃআণবিক আদান-প্রদানের জন্য এই ফিল্টার নানা ধরনের বন্ড তৈরি করতে সক্ষম। নানা প্লাস্টিকের ক্ষেত্রে এই ফিল্টার নিজেকে অভিযোজিত করে প্লাস্টিকগুলো ধরে ফেলে। মাইক্রোপ্লাস্টিকের পাশে ব্যাকটেরিয়া ও নানা দ্রাবকও এই ফিল্টারে ধরা পড়ে।
তবে এই ফিল্টার এখনও বিকাশের প্রথম পর্যায়ে। কাইটিন ও সেলুলোজ একত্রে কাজ করার আগে কিছু রাসায়নিক সতর্কতা নেওয়া দরকার। তাদের আভ্যন্তরীণ গঠনের কিছু পরিবর্তন জরুরি, যাতে জল থেকে সহজে মাইক্রোপ্লাস্টিক অপসারণ করানো যায়। বাণিজ্যিকভাবে এই ফিল্টার ব্যবহারের আগে বড়ো মাপে এর পরীক্ষা নিরীক্ষা জরুরি। প্রায় ৪৬০ কোটি মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে রয়েছে। এই প্লাস্টিকগুলো পরিবেশে জৈবভাবে ভাঙে না। আর প্রতি বছর আরও বেশি সংখ্যক প্লাস্টিক যুক্ত হচ্ছে। খরচের দিক থেকে সাশ্রয়ী, বহুল পরিমাণে পাওয়া যায় এমন উপাদান থেকে তৈরি এই ফিল্টার ভবিষ্যতে জলে প্লাস্টিক দূষণের হাত থেকে নিষ্কৃতি দিতে পারে। এই গবেষণা সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + one =