পরিবেশ দূষণ আটকাতে চেক রিপাবলিকের নতুন দাওয়াই। সে দেশের রসায়নবিদরা পরিকল্পনা করেছেন মাইক্রো-রোবট তৈরি করার। আকারে এই রোবটগুলো হবে এক একটা ধারাল পেন্সিলের মতো! বা ছোট ছোট তারার মতো। সেই তারার চারপাশে ধারাল দাঁত বসানো চারটে ব্লেড। প্রত্যেকটা তারায় দেওয়া রয়েছে চুম্বক। সূর্যের কিরণে সেই রোবটগুলোর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় আর তখন সেই রোবটগুলোকে সমুদ্রতটে ছেড়ে দেওয়া হয়। সেখানে স্তুপীকৃত প্লাস্টিক সেই রোবট ভেঙ্গে ফেলে। সূর্যাস্তের পর, রোবটগুলো আবার নিষ্ক্রিয় হয়ে যায়। মেডফোর্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ ডগলাস ব্যাকিস্টন জানিয়েছেন রোবটগুলো কার্যকরী হয়েছে, প্লাস্টিক খেয়ে নিচ্ছে! সারা পৃথিবীর মত চেক বিজ্ঞানীদের কাছেও দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছিল প্লাস্টিকে আবর্জনার পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায়। স্তুপাকার হয়ে প্লাস্টিক সমুদ্রতটগুলোতে জমে যায়। তৈরি করে চূড়ান্ত দূষণের। চেক ইউনিভার্সিটি অফ কেমিস্ট্রি অ্যান্ড টেকনোলজির যে বিজ্ঞানী তৈরি করেছেন এই রোবট, সেই মার্টিন পুমেরা জানিয়েছেন তাঁদের মূল লক্ষ্য আগামীদিনে পৃথিবীর সর্বত্র এই রোবটগুলোকে ছড়িয়ে দেওয়া। যাতে বিশ্বজুড়ে পরিবেশ একদিন প্লাস্টিক-মুক্ত হয়! যদি সত্যি করা যায় তাহলে এই আবিষ্কার হয়ত চিরকালীন হয়ে থাকবে।