দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার জলাশয় সংলগ্ন ছোটো নালার মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি মিষ্টি জলের কুমির বা জলার কুমির। পরে পাথরপ্রতিমার ভগবতপুর কুমির প্রকল্প থেকে বনকর্মীরা গিয়ে উদ্ধার করেন ওই কুমিরটিকে। ভগবতপুর কুমির প্রকল্পে মিষ্টি জলের পুকুরে বিশেষ পরিচর্যায় রাখা হয় সেটিকে। উদ্ধার হওয়া ৫ ফুট দৈর্ঘ্যের এই ধরনের জলা কুমির বিলুপ্ত হয়ে গিয়েছিল আগেই। ব্রিটিশ আমলে গঙ্গার নিম্ন প্রবাহে এই জাতীয় মিষ্টি জলের কুমির পাওয়া যেত। কিন্তু গঙ্গার নিম্ন প্রবাহে বা নালা, খাল বিলে এখন আর দেখা মেলে না এই প্রজাতির কুমির। । দক্ষিণ চব্বিশ পরগণার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার মিলন মন্ডলের অনুমান, প্রবল বৃষ্টির জেরে হয়তো হুগলি নদীতে জলস্ফীতির ফলেই কুমিরটি স্লুইস গেট পার করে নালায় ঢুকে পড়েছিল। রাজ্যের বন্যপ্রাণ উপদেষ্টা পর্ষদের সদস্য জয়দীপ কুন্ডু জানান, এ রাজ্যে গঙ্গা বা অন্য কোনও নদীতে এই জাতীয় কুমিরের বসতি আছে কিনা তা সমীক্ষা করে দেখার প্রয়োজন। কেননা এর আগে ২০১৬ সালে মুর্শিদাবাদের জলঙ্গী থেকে একটি এই ধরনের কুমির উদ্ধার করা হয়েছিল।