ফলের খোসার রঙ সূর্যের আলোকে শক্তিতে রূপান্তরিত করেছে দ্রুতগতিতে। বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলে ‘হাই ইলেকট্রন ইঞ্জেকশন এফিশিয়েন্সি’। এই ফলের নাম সেন্ধুরি বা রোহিনী। আমাদের রাজ্যে ও ঝাড়খন্ডের জঙ্গলমহলে আকছার পাওয়া যায় লাল রঙের এ ফল। এতদিন যে ফল অবজ্ঞায় পড়ে থাকত পথের ধুলোয়, দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় তারই বহুমূল্য গুণ আবিষ্কার করে ফেলেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খন্ডের এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বাসুদেব প্রধান ও তাঁর গবেষক দল। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনার্জি রিসার্চ’ এ প্রকাশিত গবেষণা নিবন্ধ থেকে জানা যাচ্ছে, ফলের গাঢ় লাল খোসা ইথানলে ডুবিয়ে সংগ্রহ করা হয় প্রাকৃতিক রঙ। আর এই রঙ দিয়ে তৈরি হয় হয় ‘ডাই সেন্সেটাইজড সোলার সেল’। খোসায় কার্বোনাইল ও হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতির কারণে সোলার সেলের ন্যানো পার্টিকেল বা অতি ক্ষুদ্র উপাদান খুব দ্রুত সূর্যালোককে রূপান্তরিত করে শক্তিতে। বাসুদেববাবুদের ধারণা এর ফলে অতি অল্প খরচে সৌরশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে।