বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২১
দুর্ঘটনার জন্য শেষ পর্যন্ত ফিরতে পারবেন কিনা তা নিয়ে একসময় সন্দেহ তৈরি হয়েছিল। কারণ, মহাকাশের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করার সময়ে যান্ত্রিক গোলযোগের জন্য ওঁদের মহাকাশযানটি সজোরে ধাক্কা মেরেছিল স্টেশনের গায়ে। স্টেশনটির কোণ বদলে গিয়েছিল। যে ভাবে ঝাঁকুনি লেগেছিল তাতে মহাকাশযানে থাকা রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিতস্কির জীবন সংশয়েরও আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সে সব কিছু হয়নি। মহাকাশযানের ও ক্ষতি হয়নি। রবিবার, ১৭ অক্টোবর ভারতীয় সময় সকাল ১০টা ৫মিনিটে কাজাখস্থানে অবতরণ করল ওই মহাকাশযান। ১২ দিন ধরে মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই সিনেমার বিভিন্ন দৃশ্যের শুটিং করা হয়েছে। এই প্রথম মহাকাশে কোনও ছবির শুটিং হল।